ট্রেনের দেরির ফলে নিট পরীক্ষায় বসতে পারলেন না পরীক্ষার্থীরা

0
92

নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ

১৬৫৯১ হাম্পি এক্সপ্রেসের দেরিতে পৌঁছানোর কারণে এবছর নিট ২০১৯ পরীক্ষা দিতে পারলেন না প্রায় ৫০০ জনের বেশি পরীক্ষার্থী।সূত্রের খবর নিট এক্সাম শুরু হওয়ার কথা ছিল ১:৩০ এ কিন্তু হাম্পি এক্সপ্রেস ব্যাঙ্গালোরে পৌঁছায় ২:৩০ এ। সময় সূচি অনুযায়ী হাম্পি এক্সপ্রেস ৬ ঘণ্টা দেরিতে বেঙ্গালোর স্টেশনে পৌঁছায়।ফলত পরীক্ষা শুরুর এক ঘণ্টা পরে ট্রেন স্টেশনে পৌঁছানোর কারণে ট্রেনে থাকা পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতে ব্যর্থ হন।

কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামায়েস এ বিষয়ে ভারতীয় রেলের দায়িত্ব নিয়ে প্রশ্ন করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে ট্যাগ করে টুইটারে কটাক্ষ করে বলেছেন ,”আপনি অপরের সাফল্যের কৃতিত্ব নিজের পিছনে নেন,তাই আপনাকে আপনার মন্ত্রিসভার ব্যর্থতার দায়ভার নিতে হবে।ট্রেন দেরিতে আসার কারণে কর্ণাটকের প্রায় শতাধিক পরীক্ষার্থী নিট পরীক্ষা দিতে পারেনি ।”

পাশাপাশি তিনি আরো টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী আপনি পীযূষ গয়াল কে পরবর্তী কয়েক দিন সঠিকভাবে কাজ করতে বলুন তারপরে আমরা সেটিকে ঠিক করব।আর পাশাপাশি এটাও নিশ্চিত করুন যাতে পরীক্ষা দিতে ব্যর্থ হওয়া পরীক্ষার্থীরা আরো একবার পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। ”

রবিবার পরীক্ষা দিতে যাওয়ার সময় নাজেহালে মধ্যে পড়ে বহু সংখ্যক পরীক্ষার্থী টুইটারে তাদের পরিস্থিতির কথা ব্যক্ত করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here