রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

লোকসভা ভোটের পর মুর্শিদাবাদের দুই বিধানসভা আসন কান্দী ও নওদার প্রার্থীদের নাম ঘোষণার পর আজ কান্দী মহকুমায় মনোনয়ন জমা দিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গৌতম রায়।অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে সফিউল আলম খান( বনু খান), বামফ্রন্ট এর পক্ষ থেকে দেবজ্যোতি রায় ও সান্ত্বনা রায়। এবং বি.জে.পি-র পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন সনৎ মন্ডল।

নওদা বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন জমা দিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাইনা মমতাজ বেগম,কংগ্রেসের পক্ষ থেকে সুনীল মণ্ডল এবং বিজেপির পক্ষ থেকে অনুপম মন্ডল।

কান্দি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম রায় তৃণমূলের মহকুমা সভাপতি পদে ছিলেন। সিপিএমের প্রার্থী দেবজ্যোতী রায় ১২নং ওয়ার্ড কাউন্সিলর এবং সান্ত্বনা রায় ১৬নং ওয়ার্ড কাউন্সিলর।
আরও পড়ুনঃ মনোনয়নপত্র দাখিল করলেন আব্দুল করিম চৌধুরী

সান্তনা রায় ও দেবজ্যোতী রায় বামফ্রন্ট সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে জিতে ছিলেন।তারপর কান্দি পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর হন।সফিউল আলম খান কান্দি মহকুমা কংগ্রেস সভাপতি ছিলেন।

নওদা বিধানসভায় প্রতিদ্বন্দ্বী এনামুল কংগ্রেস প্রার্থী সাহিনা মমতাজ বেগম বর্তমানে জেলা পরিষদের একজন সদস্যা,কংগ্রেসের সুনীল মণ্ডল তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং সেইসঙ্গে নওদা ব্লক সভাপতিও ছিলেন তিনি।অনুপম মন্ডল বিজেপি প্রার্থী একজন একনিষ্ঠ বিজেপি কর্মী।লোকসভায় নির্বাচনের সাথে সাথেই বিধানসভা উপনির্বাচনের দামামা বেজে উঠেছে রাজ্য জুড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584