রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
বেসরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে পাল্লা দিতে ঢেলে সাজানো হলো ভাগীরথী সমবায়। প্রকল্পের প্যাকেট করা দুধ ও পনির উদ্বোধন করলেন সমবায় মন্ত্রী অরূপ রায়।সেই সঙ্গে উদ্বোধন করা হলো ভাগীরথীর বিভিন্ন পণ্যের নবরুপে নতুন মোড়ক।
মানুষের সামনে তুলে ধরা হল ভাগীরথীর সমস্ত পণ্যের মোড়ক,তার মধ্যে কেবল গতকাল প্যাকেট করা দুধ ও পনিরের উদ্বোধন করা হল। আগামী দিনের লক্ষ্য কেবলমাত্র জেলা নয় বিভিন্ন বাজারে সেটা ছড়িয়ে দেওয়া।
আগামী দিনে বাজার প্রসারিত করার লক্ষ্য সিকিম,উত্তর দিনাজপুর,শিলিগুড়ি, দার্জিলিং,কলকাতা, ঝাড়খন্ড, উত্তর ২৪ পরগনা।এছাড়াও উনি জেলাশাসক ডঃ পি.উল্গানাথনের যথেষ্ট প্রশংসা করলেন।
গত পাঁচ মাস আগে জেলাশাসক ভাগীরথী দায়িত্বপ্রাপ্ত হন।দুগ্ধ উৎপাদন বিগত বছরের তুলনায় এ বছর তেতাল্লিশ শতাংশ বেড়েছে।দুগ্ধজাত দ্রব্য বিক্রয় বিগত বছরের তুলনায় ৫১% বৃদ্ধি পেয়েছে।লাভের পরিমাণ বিগত বছরের তুলনায় প্রায় ১১২ লক্ষ্য টাকা বৃদ্ধি পেয়েছে। দুগ্ধ উৎপাদন সমিতির সংখ্যা ৩৬৪ থেকে বর্তমানে ৪৫০ বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী অরূপ রায়,জেলাশাসক ড:পি. উল্গানাথন,শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন, বিধায়ক অপূর্ব সরকার ও আবু তাহের খান, জেলা সভাধিপতি মোশারফ হোসেন, সহসভাধিপতি বৈদ্যনাথ দাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584