নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
নতুন বছরের প্রথম দিনের স্কুল।আর সেখানে যদি অন্যান্য দিনের মতো খাবার না পড়ে!মানে বিশেষ কিছু পরে? হ্যাঁ,শিক্ষার্থীদের মিড ডে মিলের মেনুতে এদিন স্যারেদের বিশেষ চমক,মানে পাতে পড়লো ভীষণ পছন্দের চাউমিন।নতুন বছরে এমন উপহার পেয়ে যারপরনাই খুশি ছাত্রছাত্রীরাও।ঘাটাল বিদ্যাসাগর চক্রের শ্রীমন্তপুর প্রাথমিক ও জুনিয়ার হাইস্কুলের পঠনপাঠন আলাদা আলাদা কক্ষে হলেও খাওয়াটা হয় একসাথেই।
আরও পড়ুনঃ স্কুলের মিড ডে মিলে পোকা, গ্রামবাসীদের বিক্ষোভ
সেই আনন্দে আজ ১৬ এপ্রিল বাড়তি পাওনা খাবার পাতে চাউমিন।আজ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যালয় গুলিতে মর্নিং স্কুল শুরু। সকালে অনেক ছাত্রছাত্রীই কিছু না খেয়ে বিদ্যালয়ে আসে।বিদ্যালয়ের শিক্ষক কাজলকুমার চক্রবর্তী জানালেন,সকাল সকাল গরম ভাত না দিয়ে আজ তাঁরা এই চাউমিনের ব্যবস্থা করেছেন।এতে খুশি ছাত্রছাত্রীরাও। ছাত্রছাত্রীরা জানায় তারা তো এমনিতে দুপুরে বাড়িতে ভাত খায়,সকালে ভাত না হয়ে প্রতিদিনই যদি এমন কিছু হয় বেশ ভালোই হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584