সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
রাজ্যের উন্নয়নের জন্য বিভিন্ন সময়ে নানান প্রকল্প ঘোষণা করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষা,স্বাস্থ্য সহ অন্যান্য প্রকল্পের পাশাপাশি কৃষকদের মান উন্নয়নের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন।
আরও পড়ুনঃ ‘কৃষক বন্ধু’ প্রকল্পে চেক বিতরণ
কৃষক বন্ধু প্রকল্পের চেক আজ বিষ্ণুপুর১ নং ব্লকের পশ্চিম বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের চেক আজ বিষ্ণুপুর এক নম্বর ব্লকের পশ্চিম বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের কৃষকদের হাতে চেক তুলে দেন।
বিষ্ণুপুর১ নং ব্লকের কৃষি আধিকারিক ও স্থানীয় বিধায়ক দিলীপ মণ্ডল।এদিন প্রথম দফায় ৫৩০ জনের কৃষকের হাতে চেক তুলে দেন। কৃষি দফতরের আধিকারিক বলেন ২৮ তারিখে ফর্ম জমা নেওয়া হয় ও আজ চেক বিলি করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584