আধ্যাত্মিক জগতে যেতে চেয়ে পদত্যাগপত্র রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক

0
124

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক বিদ্যুৎ কুমার সাঁতরার সম্প্রতি কর্তৃপক্ষের কাছে দেওয়া পদত্যাগপত্রের আসল রহস্য সামনে আসতেই এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রায়গঞ্জবাসীর মনে। আধ্যাত্মিকতার জগতে প্রবেশ করার ইচ্ছা ব্যক্ত করে ইতিমধ্যেই অধ্যাপনার কাজে ইতি টানতে চাইছেন এই অধ্যাপক।

বিদ্যুৎ কুমার সাঁতরা। নিজস্ব চিত্র

ভিন রাজ্যের একটি আধ্যাত্মিক সংগঠনের মাধ্যমে আধ্যাত্মিকতার জগতে প্রবেশ বিদ্যুৎ বাবুর। তার কথায় সেই জগতের থাকা নানান জ্ঞান অর্জন করতেই তিনি অধ্যাপনা কাজ ছেড়ে দিতে চাইছেন। সব মিলিয়ে বিদ্যুৎ বাবুর পদত্যাগের সিদ্ধান্ত সামনে আসতেই নানা মহলে নানান জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছে।

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রথম কন্ট্রোলার বিদ্যুৎ কুমার সাঁতরা দীর্ঘ ১২ বছর ধরে রসায়ন বিভাগে অধ্যাপনা কাজ করে আসছেন।

অনিল ভুঁইমালি,উপাচার্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়।নিজস্ব চিত্র

সম্প্রতি তিনি আর এই অধ্যাপনার প্রথাগত শিক্ষা জগতে না থেকে আধ্যাত্মিক জগতের শিক্ষা অর্জন করতে ব্রতী হয়েছেন। তার কথায় ভগবান শিব আবার ইহ জগতে পদার্পণ করেছেন তাকে বুঝতে গেলে যথেষ্ট সময় লাগবে আর অধ্যাপনার কাছ থেকে অব্যাহতি চাইছেন তিনি।

আরও পড়ুনঃ পুরপ্রধানের বিরুদ্ধে অভিযোগে পদত্যাগ পরিষদ সদস্যের

এই বিষয়ে বিদ্যুৎ বাবুর সাফ জবাব আমি প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে আধ্যাত্মিক জগতের শিক্ষায় শিক্ষিত হতে চাইছি। আমার পারিপার্শ্বিক যারা ওই শিক্ষায় শিক্ষিত হতে চান তাদেরকে শিক্ষাদান পাশাপাশি তাদের থেকেও জ্ঞান অর্জন করতে চাইছি।

এই বিষয়ে শিক্ষা অর্জন করতে অনেকটা সময় প্রয়োজন তাই অধ্যাপনা কাজ থেকে অব্যাহতি চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত দিয়েছি।

যদিও পদত্যাগের বিষয়টি এখন আমার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে রয়েছে তাই এই বিষয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। সবটাই পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছি।কেউ সমালোচনা করবে না বলেই মনে করছি।

এ বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুঁইমালি বলেন সম্প্রতি কাজ থেকে অব্যাহতি চেয়ে রসায়ন বিভাগের অধ্যাপক বিদ্যুৎ কুমার সাঁতরা আমাদের জানিয়েছেন। এই বিষয়ে আমাদের নির্দিষ্ট কমিটি রয়েছে তারা সিদ্ধান্ত নেবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here