নিয়ম বর্হিভূতভাবে নাগরিকত্ব শাংসাপত্র প্রদান পঞ্চায়েত প্রধানের

0
82

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

The Chief of Panchayat giving certificate | newsfront.co
নিজস্ব চিত্র

ভারতের সংবিধানকে উপেক্ষা করে নিয়ম বহির্ভূতভাবে অবাধে চলছে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র বিতরনের।দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর সংলগ্ন  ৫নং ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী পাহান সংবিধান বহির্ভূতভাবে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র বিলি করে যেমন বিতর্কের মুখে তেমনি রাজ্যের বিরোধী দলের তোপের মুখে।প্রসঙ্গত উল্লেখ যে ভারতীয় নাগরিকত্ব সাধারণত ভারতীয় নাগরিকত্ব জন্ম ও বংশ পরম্পরা দ্বারাই অর্জিত হয়। এবং ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র প্রদানের ক্ষমতা ১৯৮৫ সালের পূর্বে বিভিন্ন জেলার জেলা শাসকদের হাতে থাকলেও ১৯৮৫ সালে তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন কেন্দ্র সরকার জেলা শাসকদের  ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র প্রদানের ক্ষমতা কেড়ে নিয়ে ক্ষমতা কেন্দ্রীয় মন্ত্রকের হাতে রাখে।এরপর কিছুদিন পূর্বে বালুরঘাট শহর ঘেঁষা ৫নং ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী পাহান দ্বারা ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র প্রদানের খবর চাউড় হতেই সাধারণ মানুষরা অবাক।বিজেপির বালুরঘাট শহর তপশিলি মোর্চার সভাপতি সুমন বর্মণ এই বিষয়ে তথ্য জানার অধিকার ২০০৫ আইনের সাহায্য নিলে উঠে আসে বিস্ফোরক তথ্য।সুমন বর্মনের তথ্য জানার অধিকারের মাধ্যমে জানতে চাওয়া প্রশ্নের উত্তরে ৫নং ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের সচিব পরিস্কারভাবে জানিয়ে দেন ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী পাহানের এক্তিয়ার নেই ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র প্রদান করার।যদিও এতকিছুর পরও ক্যামেরার সামনে তৃণমূল কংগ্রেস পরিচালিত ৫নং ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী পাহান দাবী করেন তিনি ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র প্রদান করতে পারেন।এর পাশাপাশি তিনি এদিন এও জানান ইতিমধ্যেই তিনি অনেককেই ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র প্রদান করেছেন।গ্রাম পঞ্চায়েত প্রধানের এহেন কাজকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপির বালুরঘাট শহর তপশিলি মোর্চার সভাপতি সুমন বর্মণ। এদিন সুমন বর্মণ জয়ন্তী পাহানের উদ্দেশ্যে তোপ দেগে বলেন ছাপ্পা ভোট পেয়ে ক্ষমতার চেয়ারে বসলে যা হয়, এরা জনপ্রতিনিধির নামে দেশের সর্বনাশি। তিনি এও বলেন ৫নং ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রকের চেয়ারম্যান ভাবে এবং সেই সঙ্গে তিনি পঞ্চায়েত প্রধানের পদত্যাগও দাবী করেন।এমন ঘটনার খবর ফোনে জানতে পেরে অবাক দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক ড.দীপাপ প্রিয়া পি।

আরও পড়ুন: এক রাতে একাধিক চুরি চন্দ্রকোনায়

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here