মা বাবা থাকতেও অনাথ,সাহায্যের হাত প্রধানের

0
82

শ‍্যামল রায়,কালনাঃ

the child orphan with parent
নিজস্ব চিত্র

প্রেম ভালবাসায় ভুলিয়ে দেয় সবকিছু।নিজের সন্তান কেউ ভুলে যেতে হয় মাকে।এইরকম এক ঘটনা ঘটেছে কালনায়।নিজের শিশুটিকে বাড়িতে ফেলে রেখে অন্য পুরুষের হাত ধরে রাতের অন্ধকারে পালিয়ে যায় মা।চরম নিঃসঙ্গতা অনুভব করে গোপনে একদিন বাড়ি ছাড়ে বাবাও।বাবা মা জীবিত থাকতেও অনাথের মত ঠাকুমার কাছে অনাদরে,অভাবে সে বড় হচ্ছে।

একটি পাওয়ারলুমে সুতো পাঁকানোর কাজ করে স্নেহময়ী ঠাকুরমা তাকে দেখছে।এই খবর স্থানীয় পঞ্চায়েত প্রধানের নিকট পৌঁছাতেই তিনি দফতরে ডেকে নেন সেই চার বছরের শিশু ও তার ঠাকুমাকে।সব কিছু শোনার পর তিনি শিশুর জন্য বেবিফুড ও সাজ পোশাক কিনে দিয়ে জানিয়ে দেন,এই শিশুটির বড় হয়ে ওঠার প্রয়োজনীয় খাবার খাদ্য ও পড়াশুনার সামগ্রী তিনিই সরবরাহ করবেন।

আরও পড়ুনঃ সাহায্যের বাড়িয়ে দেওয়া হাতের সুরক্ষায় অনাথ হয়ে যাওয়া তিন শিশু

এই সহৃদয় ব্যক্তিটি হলেন পূর্বস্থলী-১ পঞ্চায়েত সমিতির অন্তর্গত জাহাননগর গ্রাম পঞ্চায়েত প্রধান সুভাষ ঘোষ। শিশুটি ও তার ঠাকুরমা থাকেন জাহাননগর গ্রামেই।এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here