শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিণ দিনাজপুরঃ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের।মৃতের নাম আনন্দ সিং(১৭)।বাড়ি বালুরঘাট থানার কৈগ্রাম এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
এদিকে গ্রামে উত্তেজনা থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্ত, জয়েন্ট বিডিও সহ অন্যান্য আধিকারিকরা। বিদ্যুৎ দফতরের গাফিলতিতেই ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে বুধবার খাঁপুরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ জনতা।
আরও পড়ুনঃ বজ্রাঘাতে বৃদ্ধার মৃত্যু
পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। এদিকে এলাকায় উত্তেজনা থাকায় কমব্যাট ফোর্স মোতায়ন রয়েছে। বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে আগেই ছেঁড়া তারটি ঠিক করা হলে এই দুর্ঘটনাটি ঘটত না। দিন ১৬ আগে ওই এলাকার একটি বিদ্যুৎয়ের তাঁর ছিঁড়ে যায়।সেই তার বিদ্যুৎ দফতর মেরামত না করায় গ্রামবাসীরা তা ঠিক করেন।
এরপর কিছু দিন আগে সেটি আবার ছিঁড়ে যায়। আজ সকালে প্রাতঃভ্রমণে বেরলে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই কিশোর।হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে।যদিও ঘটনায় বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলা হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584