শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
মনে করুন আপনি জামা কাপড় কিনতে গেছেন পছন্দ মত জামাও কিনলেন কিন্তু আপনাকে পয়সা দিতে হল না।কি ভালোই না হত।
আপনি যদি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বাসিন্দা হন তো আপনার এই আশাও পুরন হতে পারে আপনি তবে এই সুবিধা দরিদ্র মানুষদের জন্যই।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ‘গিভ মোর লিভ মোর’ নামে এক সংস্থায় কিছু উদ্যোমী যুবক যুবতী দরিদ্র মানুষদের সাহায্যার্থে খুলে ফেলেছে আস্ত একখানা বিনে পয়সার কাপড়ের দোকান যেখানে যে কেও এসে তাদের পছন্দের বস্ত্র সংগ্রহ করতে পারে যার জন্য তাকে একটি পয়সাও খরচ করতে হবে না।
আরও পড়ুনঃ চক্ষু পরীক্ষা শিবির ফরাক্কায়
জানা গেছে গিভ মোর লিভ মোরের সদস্যরা সমাজসেবা মুলক কাজ করতে গিয়ে বিভিন্ন সময় সাধারণ মানুষের পুরনো কাপড় উপহার স্বরুপ পায় সেই কাপড় তার ব্যাবহার উপযোগী করে তুলে যাদের প্রয়োজন তাদের উদ্দেশ্য দেবার জন্যই এই বিনা পয়সার কাপড়ের দোকান ” বস্ত্রম ” এর আয়োজন করেছে।
আর এই অভিনব কাপড়ের দোকান তারা কোন বিশিষ্টজন নয় উদ্বোধন করান এক দরিদ্র বৃদ্ধাকে দিয়ে,যে কিনা এই দোকানের প্রথম খরিদদার।অভিনব এই বিনে পয়সার কাপড়ের দোকানের জন্য সাধুবাদ জানিয়েছে সমাজের সর্বস্তরের মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584