শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
সামনেই দুর্গাপুজা আট থেকে আশি সকলেই নতুন জামা পড়বে।সমাজের পিছিয়ে পড়া শিশুদের জন্য বালুরঘাটের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্ব’ এর উদ্যোগে চলছে পুজোর গন্ধ মাখুক সবাই অনুষ্ঠান।তারা সেই উদ্দেশ্যেই জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের গরীব শিশু,কিশোরদের হাতে পৌঁছে দিচ্ছে নতুন জামা।
সেই উদ্দেশ্যেই এর আগে তারা জেলার বুনিয়াদপুরের বরাইল অনাথ আশ্রমের অনাথ গরীব শিশুদের হাতে নতুন জামা তুলে দিয়েছে।
আরও পড়ুনঃ সবং থানার উদ্যোগে দুঃস্থ ছেলে মেয়েদের বস্ত্র বিতরণ
সেই খবর বিভিন্ন ভাবে বর্ধমান জেলার রাজপুত ওয়েলফেয়ার সোসাইটির কাছে পৌঁছলে তারা ‘স্ব’ এর উদ্যোক্তাদের সাথে যোগাযোগ ‘স্ব’ এর উদ্যোক্তাদের সঙ্গে করে গতকাল বরাইল অনাথ আশ্রমের বাচ্চাদের পুজোর জামা,এক মাসের আনাজ এবং প্রয়োজনীয় অন্যান্য জিনিস পত্র তুলে দিলো।
পুজোর দিন গুলিতে বরাইলের অনাথ দুঃস্থ শিশু গুলির মুখে হাসি ফোটাতে রাজপুত ওয়েলফেয়ার সোসাইটি ও ‘স্ব’ এর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584