অলচিকি লিপিতে পঠনপাঠনের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কলেজ ঘেরাও

0
38

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

the college covered by public
নিজস্ব চিত্র

সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে পঠনপাঠনের দাবিতে গেটে তালা লাগিয়ে চন্দ্রকোনা কলেজ ঘেরাও করলো ভারত জাকাত মাঝি পারগনা মহল।এদিন সকাল ১০ টা থেকে শুরু হয় কলেজ ঘেরাও।সংগঠনের বহু নেতা কর্মী উপস্থিত হয় ঘেরাও কর্মীসূচীতে।

the college covered by public
ধনচাঁদ মূর্মূ,আন্দোলনকারী।নিজস্ব চিত্র
the college covered by public
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ নিরাপত্তার দাবীতে থানা ঘেরাও চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মীদের

আগেই আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছিলো সংগঠনের তরফে,প্রশাসনকেও এবিষয়ে জানানো হয়।এদিন সকাল থেকেই কলেজ চত্বরে মতায়েন করা হয় প্রচুর পুলিশ।কর্তৃপক্ষের তরফে লিখিত কোনও প্রতিশ্রুতি না মিললে অনির্দিষ্ট কাল চলবে ঘেরাও কর্মসূচী।

কলেজের পঠনপাঠন বন্ধ করে দেওয়া হয়েছে সংগঠনের তরফে।কলেজ করতে এসেও ফিরে যেতে হচ্ছে পড়ুয়াদের।এসময় কলেজে ভর্তির মরসুম কলেজ ঘেরাও কর্মসূচীকে কেন্দ্র করে সমস্যায় পড়েছে পড়ুয়ারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here