নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বৃহস্পতিবার ছিল শিক্ষক দিবস।তাই এই শিক্ষক দিবসে পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের দুরমুঠ রাজরাজেশ্বর অঙ্গনওয়াড়ী কেন্দ্রে মায়েদের রান্না করা পুষ্টিকর খাবার প্রতিযোগিতা আয়োজিত হয়।অনেক মায়েরা নিজ খরচে বাড়ী থেকে রান্নাকরা পুষ্টিকর খাবার নিয়ে কেন্দ্রে হাজির হন মায়ের।
টানটান উত্তেজনার মধ্যে রান্না করা সমস্ত খাবার চেখে দেখেন বিচারকমণ্ডলী।বিচারক ও অতিথি হিসাবে উপস্হিত ছিলেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন,পঞ্চায়েতের সদস্যা লক্ষীপ্রিয়া দাস, সরদা গ্রামপঞ্চায়েতের সচিব নলিনীকান্ত বেরা,স্বাস্থ্য কর্মী সুপ্তি দাস,অঙ্গনওয়াড়ী কর্মী কেতকী দিন্দা,সহায়িকা শিখা মাইতি,আশা কর্মী অঞ্জলি দীন্দা প্রমুখ।
প্রতিযোগিতায় টুম্পা গুড়িয়া -প্রথমা,তুলসী মাইতি- দ্বিতীয়া ও রানু নায়ক তৃতীয়া হন।প্রথম তিনজন সহ সমস্ত প্রতিযোগীনিদের পুরস্কৃত করা হয়।
আরও পড়ুনঃ শিক্ষক দিবসে রক্তদান শিবিরের আয়োজন স্কুলে
প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন তাঁর বক্তব্যে বলেন অঙ্গনওয়াড়ী কেন্দ্র সমূহে এই ধরনের প্রতিযোগিতা সহ গর্ভবতী মায়েদের সাধভক্ষণ, শিশুদের অন্নপ্রাশন আয়োজন নি:সন্দেহে প্রশংসার দাবি রাখে।কিন্তু সরকারী বরাদ্দ না থাকায় কোমলমতি শিশুদের খাওয়ার কাটছাঁট করে বা কর্মী ও সহায়িকাদের মাইনে থেকে অর্থের সংস্থান করে এইধরনের কর্মসুচী চালিয়ে যাওয়া খুবই কষ্টকর ও বেদনাদায়ক।
মামুদ হোসেন তাঁর বক্তব্যে অবিলম্বে এই ধরনের কর্মসূচি সফল করতে অঙ্গনওয়াড়ী কেন্দ্রসমূহ কে সরকারী বা পঞ্চায়েতের অর্থ বরাদ্দের দাবী উত্থাপন করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584