যুবককে মারধরের অভিযোগ ইটভাটা মালিকের বিরুদ্ধে,উত্তেজনা এলাকায়

0
55

নিজস্ব সংবাদদাতা,বর্ধমানঃ

the complaint about beat to boy by owner
নিজস্ব চিত্র

কালনা থানার হাটকালনা গ্রাম পঞ্চায়েতের পুরাতন হাটে রবিবার রাত্রে আক্রান্ত হয় স্থানীয় এক যুবক।ঐ যুবকের নাম রবিউল শেখ।তাকে উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।আশঙ্কাজনক অবস্থায় সেখানেই তার চিকিৎসা চলছে।এই ঘটনার জেরে সোমবার সকাল থেকেই পুরাতনহাট এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

the complaint about beat to boy by owner
জেসিবি ভাঙচুর । নিজস্ব চিত্র

স্থানীয় মানুষজন জনৈক ইটভাটা মালিকের বিরুদ্ধে অভিযোগ তোলেন।ওই ব্যবসায়ীর মাটি পাচারের সাম্রাজ্য সচল রাখতে এই  সব  ঘটনা ঘটিয়ে চলেছেন ব্যবসায়ী এমনি অভিযোগ আসে।উনার পোষা বাহুবলীরাই রবিবার রাতে রবিউলের উপর হামলা চালিয়ে হত্যা করার চেষ্টা চালায়।

আরও পড়ুনঃ বিজেপির পাঁচ সমর্থককে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

এই অভিযোগ তোলার পরই ক্ষুব্ধ মানুষজন সুব্রত পাল নামের এক শিল্পপতির দুটি ইটভাটায় বিক্ষোভ দেখায় ।এমনকি সেখানে তালাও লাগিয়ে দেওয়া হয়।খান তিনেক ট্রাক্টর, একটি জেসিপি ম্যাসিন এবং একটি বুলেট মোটর সাইকেল ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

যদিও বিক্ষোভকারীরা এই ভাঙচুর  চালানোর কথা অস্বীকার করেন।খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে এলে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাতে শুরু করে।পুলিশ রবিউলের উপর আক্রমনের যথাযথ ব্যবস্থা নেওয়ার  আশ্বাস দিয়ে আক্রান্ত যুবকের ভাই সফিকুল সেখের নিকট থেকে লিখিত অভিযোগ গ্রহণ করে।তারপরই ক্ষুব্ধ মানুষজন সেখান থেকে  ছুটে পাশের গ্রাম কোম্পানিডাঙ্গায় হাজির হয় আক্রমনকারীদের উচিত শিক্ষা দিতে।কিন্তু বিরাট পুলিশবাহিনী সেখানে পৌঁছে আর নতুন করে কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি।সমস্ত মানুষজনকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে রাস্তায় টহল দিতে শুরু করে বাহিনী।কোম্পানিডাঙ্গা গ্রামে এখনো পুলিশি টহল চলছে।

যে শিল্পপতির বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,সেই সুব্রত পাল বলেন আমার বে-আইনি মাটি কাটা বা বালী তোলার কোন প্রশ্নই নেই।আমি সরকারের আইন মেনে রীতিমত সরকারকে রয়্যালটি দিয়েই মাটি কাটছি।যদি বে-আইনি কাজ করে থাকি তার ব্যবস্থা নিক প্রশাসন।

আসল ব্যাপারটা হল খুব সম্প্রতি স্থানীয় প্রশাসন বে-আইনি মাটি কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় মাটি ব্যবসায়ীরা তারা ভাবছেন প্রশাসনের এই পদক্ষেপে আমার হাত আছে তাই আমার ভাটায় ভাঙচুর করে তালা লাগানো হয়েছে আমি এব্যাপারে কালনা থানায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ লিপিবদ্ধ করেছি।” কালনা মহকুমার এক পুলিশ অফিসার জানান “অভিযোগ পেয়েছি।তার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।” এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here