নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ফের মারধরকে কেন্দ্র করে উত্তেজনা চড়ালো।কেশপুর থানার অন্তর্গত নেড়াদেউল এলাকার এক বিজেপি কর্মী সুজিত পানকে দলীয় কার্যালয়ে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
মাথায় চোট পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বিজেপি কর্মীরা।আহত ব্যক্তিকে ভর্তি করল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।বুধবার কেশপুর থানার অন্তর্গত সাঁকোটি গ্রামে বিজেপি সমর্থকরা দলের পতাকা তুলেছিল গ্রামে।
আরও পড়ুনঃ দাঁতনে দুই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
সেই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে ছিল। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় সাঁকোটি গ্রামের পাশে নেড়াদেউল এলাকায় উত্তেজনা তৈরি হয়। অভিযোগ- আগের দিন বিজেপির পতাকা তোলার অপরাধে সুজিত পান নামে স্থানীয় এক বিজেপি কর্মী তথা দোকানদারকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে তৃণমূলের কর্মীরা।
পরে পরিবারের লোকেরা ও বিজেপি কর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584