নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
বাজার থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে তৃণমূলের এক কর্মীকে মারধরের করে পালাল একদল দুষ্কৃতী। বুধবার রাত ১০ টা নাগাদ ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নং ব্লকের শুঁটকাবাড়ী এলাকায়। ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আহত ওই তৃণমূল কর্মীকে স্থানীয়রা উদ্ধার করে কোচবিহার গভমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছে। ওই ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, আক্রান্ত ওই ব্যক্তির নাম সামসুল হক। তার বাড়ি কোচবিহার ১ নং ব্লকের শুঁটকাবাড়ী সংলগ্ন এলাকায়।
জানা গেছে, তিনি এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী। রাত ১০ টা নাগাদ শুঁটকাবাড়ী বাজার থেকে বাইকে করে বাড়ী ফিরছিলেন সামসুল হক। সে সময় পাঁচজন দুষ্কৃতী তাঁর পথ আটকে তাকে বেধড়ক মারধর করে। তাঁর চিৎকারে শুনে স্থানীয়রা ছুটে আসলে সেই সময় তাকে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
আরও পড়ুনঃ দিনহাটায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
এরপর স্থানীরাই তাঁকে উদ্ধার করে কোচবিহারে গভমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে সূত্রে জানা যায়,সামসুল হকের মাথা ফেটে যায় ও আঘাত লাগে।তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানা গিয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584