নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের পিংলায় তৃণমূল কর্মীকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।ঘটনায় আহত হয় এক তৃণমূল কর্মী।
আহত তৃণমূল কর্মী পিংলা হসপিটালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটেছে পিংলার ৪নং করকাই অঞ্চল ও ৬নং ক্ষীরাই অঞ্চলে।তৃণমুলের ব্লক সভাপতি সেক সবেরতির অভিযোগ করে ব্লেন, “একুশে জুলাই যাওয়ার জন্য আমাদের প্রত্যেক অঞ্চলে কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা চলছে।
গতকাল রাত্রে আমাদের কর্মীরা সভা থেকে বাড়ি ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মোটর বাইক এসে ক্ষীরাই অঞ্চলের বলিশ্বরপুর গ্রামে তৃণমূল কর্মী গোপাল চন্দ্র সেনিকে মারধর করে বিজেপির লোকেরা ও করকাই অঞ্চলের তৃণমূল কর্মী দুলাল অধিকারী বাড়ি ভাঙচুর করা হয়।পুরোটাই বাম থেকে আসা রামের কর্মীরা এলাকা দখল করার জন্য এসব কাজ করছে।”
আরও পড়ুনঃ আন্দোলনের নামে তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর, মহিলাদের মারধোর বিজেপির
অন্যদিকে বিজেপির তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করা হয়েছে।এই ব্যাপারে পিংলা ব্লক বিজেপির অভিযোগ বাড়ি ভাঙচুর যে ঘটনা ঘটেছে ওই তৃণমূল নেতা গ্রামবাসীর কাছে টাকা নিয়েছে সে ক্ষেত্রে হয়তো গ্রামবাসীর কাছে ক্ষোভের মুখে পড়েছে।
আর তৃণমূল কর্মীকে যে মারধরের ঘটনা ঘটেছে তা সম্পূর্ণভাবে মিথ্যে তৃণমূলের পরিকল্পিত ভাবে সাজানো ঘটনা।পুরো ঘটনায় তৃণমূলের তরফ থেকে পিংলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584