পিয়ালী দাস,বীরভূমঃ
লাল শিবির ছেড়ে বিজেপিতে যোগদান এলাকার কুখ্যাত মস্তান শেখ আনোয়ারের।এদিন সাঁইথিয়া থানার কানাইপুর গ্রামে বেশ কিছু তৃণমূল সমর্থকের বাড়ি ভাঙচুর করে আনোয়ার শেখ ও তার দলবল।সোমবার বিকেলে আচমকাই বোমা ফাটাতে ফাটাতে কানাইপুর গ্রামে ঢুকে বি.জে.পি আশ্রিত দুষ্কৃতী শেখ আনোয়ার আর তার দলবল। ব্যাপক বোমাবাজি করে তারা।
বোমাবাজির জেরে প্রথমে গ্রামের মানুষরা আতঙ্কিত হয়ে পড়ে,প্রাণ বাঁচাতে অনেকে গ্রামের বাইরে ফাঁকা মাঠে ছোটাছুটি শুরু করে।বেশ খানিকক্ষণ বোমাবাজির চালানোর পর সেখ আনোয়ারের দলবল গ্রামের মহিলাদের হুমকি দিতে শুরু করে, ওরা বলে আসন্ন লোকসভা নির্বাচনে এই গ্রামের সব যেন বিজেপিতে যায় একটি ভোট যেন তৃণমূলে না পড়ে যদি তৃণমূলে ভোট যায় তাহলে কিন্তু প্রাণ দিয়ে তার খেসারত দিতে হবে।একের পর এক বাড়ি ধরে ধরে শাসানি চলে বলে অভিযোগ।গ্রামের মহিলাদের অভিযোগ ওদের হাতে বোম,চাকু,এমনকি বন্দুক ও ছিল।
আরও পড়ুনঃ মাঝরাতে বোমাবাজি, বোমা নয় পটকা ফেটেছে দাবি তৃণমূলের
গ্রামবাসীদের অভিযোগ এতেও না থেমে বিজেপি আশ্রিত দুষ্কৃতী দল ভাঙচুর চালায় প্রায় দশটি বাড়িতে।বেশ কিছুক্ষণ এরকম হামলা চালানো পর ফের গ্রামের মানুষকে একত্রিত হয়ে সেক আনোয়ারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, গোটা কানাইপুর গ্রাম যখন মৃত্যুর ভয়কে উপেক্ষা করে শেখ আনোয়ারের হামলার সম্মুখীন হয়ে প্রতিবাদ করে কার্যত কিছুটা ভয় পেয়ে যায় শেখ আনোয়ার।এরপর তারা গ্রাম ছেড়ে পালানোর সময় একাধিক বোমা ফাটিয়ে যায় এবং হুমকি দিয়ে যায় আবার তারা আসবে।বীরভূম জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরী জানান, “দীর্ঘদিন ধরে সি.পি.এম করতো ওই শেখ আনোয়ার এখন বিজেপি তে যোগদান করেছে,বিজেপির জেলার নেতাদের খুশি করার জন্য তৃণমূল কংগ্রেসের ওপর হামলা চালিয়েছে।
পায়ের তলায় মাটি নেই তাই মানুষকে ভয় দেখিয়ে হামলা করে সন্ত্রাস তৈরি করে ক্ষমতা দখল করতে চাইছে, ভোটের দিন মানুষের জবাব দিয়ে দেবে।” কানাইপুর গ্রামের তৃণমূল সমর্থক সেক আজিজুল জানান, “বিকেল বেলায় আচমকাই সেখ আনোয়ারের দলবল হামলা চালায় প্রচুর বোমাবাজি করে, বন্দুক নিয়ে গুলি ছোড়ে, প্রথমে আমরা ভয় পেয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাই ফাঁকা মাঠে পরে গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রতিরোধ করলে শেখ আনোয়ার আর তার দলবল নিয়ে পালিয়ে যায়।
ঘরে ঢুকে তাণ্ডব চালায় ভাঙচুর করে সমস্ত আসবাবপত্র খাবারের চাল ডাল সব ফেলে দেয় মাটিতে বাসনপত্র ভাঙচুর করে।প্রতিবাদ করলে মারধর করে।আমরা শেখ আনোয়ারের বিরুদ্ধে সাঁইথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।” ঘটনার পর আতঙ্কিত গ্রামবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584