ঝাঁকরায় তৃণমূল নেতাদের দূর্নীতির অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের

0
27

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

complaint about corruption | newsfront.co
বিক্ষোভ স্থানীয়দের।নিজস্ব চিত্র

১০০ দিনের কাজের সমবন্টনের দাবি ও দূর্নীতির প্রতিবাদ করে তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলা ও পুরুষের।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ঝাঁকরা গ্রামে।

complaint about corruption | newsfront.co
দীনবন্ধু দে,তৃণমূল নেতা।নিজস্ব চিত্র

অভিযোগ গ্রামের তৃণমূল নেতাকর্মীরা একশো দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে এমনকি রাস্তাঘাট ও পানীয় জল সাধারণ মানুষকে পরিষেবা না দিয়ে তারা তাদের মদতপুষ্ট লোককে দিয়ে নিজেদের স্বার্থে ব্যবহার করছে,একশো দিনের কাজ সকলে পায়নি,যারা কাজ পেয়েছে তারা নেতার কাছের লোকজন।এরই প্রতিবাদে বিক্ষোভ চলে আজ।

আরও পড়ুনঃ রাজ্য সরকারের দূর্নীতির বিরুদ্ধে ব্লক স্তরে বিজেপির ডেপুটেশন

complaint about corruption | newsfront.co
চায়না গুহ,অভিযোগকারী।নিজস্ব চিত্র

দীর্ঘক্ষণ বিক্ষোভের পর খবর পেয়ে আছে চন্দ্রকোনা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। জানা যায় এলাকার তৃণমূল নেতা দিনবন্ধু দে ও দুষ্টু দে তৃণমূল কর্মী দূর্নীতির সাথে যুক্ত বলে অভিযোগ ওঠে।এমনকি এ ঘটনায় ধ্বস্তাধস্তি সৃষ্টি হয় খানিকটা।যদিও পুরো ঘটনায় এক ধরনের স্বীকার করে নিয়েছেন তৃণমূল নেতা দীনবন্ধু দে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here