মনিরুল হক,কোচবিহারঃ
তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিকে মারধর করার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।আক্রান্ত তৃণমূল কংগ্রেসের সভাপতির নাম মন্তেশ্বর বর্মন।ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নং ব্লকের ভেটাগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায়। ওই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়।ওই ঘটনায় পর স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। এলাকা উত্তেজিত থাকায় ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ।
জানা গেছে, রাতে ৯ নাগাদ দিনহাটা সুভাষ ভবনের তৃণমূল কংগ্রেসের দলীয় মিটিং ছেড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় ভেটাগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় বিজেপি কিছু দুষ্কৃতী তার উপর বাঁশ,লোহার রড,দিয়ে আক্রমণ চালায়।ওই ঘটনায় তার মাথায় ও হাতে গুরুতর আঘাত লাগে।স্থানীয়রা তার চিৎকার শুনে ছুটে আসে।আহত অবস্থায় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ বিজেপি কর্মীর ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপ,ফের উত্তপ্ত সিতাই
ওই ঘটনা প্রসঙ্গে দিনহাটা ১নং ব্লক সভাপতি নুর আলম হোসেন বলেন, “দিনহাটা সুভাষ ভবন থেকে দলীয় বৈঠক করে বাড়ি ফিরছিল।সেই সময় বিজেপির কিছু দুষ্কৃতী,হার্মাদরা আমাদের ভেটাগুড়ি ১ নং অঞ্চলের সভাপতি মন্তেশ্বর বর্মনের উপর বাঁশ,লোহার রড় দিয়ে হামলা চালায়।বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।পুলিশ প্রশাসনকে আমরা বিষয়টি নিয়ে জানিয়েছি।তদন্ত করে ওই দুষ্কৃতীদের গ্রেপ্তার করুক পুলিশ।”
যদিও ওই অভিযোগ অস্বীকার করে স্থানীয় বিজেপি নেতা হারাধন বর্মণ বলেন,“ওই ঘটনার সাথে বিজেপির কেউ যুক্ত নয়। তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে। নিজেরা নিজেদের পরাজয়ের বিষয় নিয়ে পর্যালোচনা করতে গিয়ে হয়ত বিবাদ শুরু হয়। তারা নিজেরাই মারামারি করে রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিজেপিকে দোষারোপ করছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584