গৃহবধূকে হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে, গ্রেফতার স্বামী

0
161

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

the complaint about housewife dead to sasurbari
মৃত গৃহবধূ। নিজস্ব চিত্র

বিয়ের দেড় মাসের মধ্যে গৃহবধূ খুন করার অভিযোগ উঠলো শ্বশুড় বাড়ির লোকের বিরুদ্ধে।মথুরাপুর এক নম্বর ব্লকের তেঁতুলবেড়িয়া এলাকার ঘটনা।অভিযোগ জয়নগরের বকুলতলা থানা বাইশ আটা বাড়ি ইসরাফিল মন্ডল এর মেয়ে জাসমিনা মন্ডল (২১) দেড় মাস পূর্বে মথুরাপুর এক নম্বর ব্লকের তেঁতুলবেড়িয়া এলাকার শহিদুল গাজীর ছেলে শাহেনশা গাজীর সঙ্গে বিবাহ দেয় মুসলিম ধর্ম মেনে।

the complaint about housewife dead to sasurbari
মৃতার আত্মীয়।নিজস্ব চিত্র

সমস্ত কিছু দেনা পাওনার মাধ্যমে তাদের বিবাহ হয়।কিন্তু মেয়ের বাপের বাড়ির অভিযোগ কিছুদিন পর থেকে মেয়ের উপর যৌতুকের জন্য অত্যাচার শুরু করে ছেলে এবং বাড়ির লোক।মেয়েটি বাবার বাড়িতে সে কথা জানায়।মেয়ের কথা মতো তার বাড়ির লোকজন ছেলের বাড়ির সঙ্গে কথা বলার চেষ্টা করে।

আরও পড়ুনঃ গৃহবধূকে হত্যার অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে

the complaint about housewife dead to sasurbari
অভিযুক্ত। নিজস্ব চিত্র

ভোট থাকায় মেয়ের ভোট যেহেতু তার বাপের বাড়ি এলাকায় মেয়ে তার বাপের বাড়িতে ভোট দিতে যাবার জন্য ইচ্ছা প্রকাশ করে।ছেলের বাড়ির লোকজন মেয়ে যাতে ভোট দিতে না যায় তার জন্য চাপ সৃষ্টি করতে থাকে।মেয়ে সেটা ফোনের মাধ্যমে জানায়।হঠাৎ বাপের বাড়িতে ফোন যায় তাদের মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে।মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

the complaint about housewife dead to sasurbari
নিজস্ব চিত্র

খবর পেয়ে মেয়ের বাবা এবং বাড়ির লোকজন হাসপাতালে আসে। হাসপাতালে এসে মেয়ের গায়ে বিভিন্ন ক্ষত চিহ্ন দেখতে পায় বলে বাপের বাড়ির লোকেরা অভিযোগ করে।

the complaint about housewife dead to sasurbari
বিডিও। নিজস্ব চিত্র

মেয়েটির বাড়ির লোকের অভিযোগ মেয়ের বাড়ির লোকজন আসছে দেখে মৃতদেহ হাসপাতালে ফেলে তারা পালিয়ে যায়। মথুরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।শ্বশুর বাড়ির লোকজন এবং ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় বলে জানা যায়।পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে।সেখানে মেয়েটির বাপের বাড়ির লোকজন সহ গ্রামবাসীরা বিডিও এর সামনে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here