নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
আমপানে ক্ষতিপূরণ নিয়ে ফের তৃণমূলের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠল। বিরোধীরা তো এনিয়ে অভিযোগ তুলছেই, এবার এই একই অভিযোগ তুলে জনজাগরণ কমিটিও পোস্টার লাগালো
পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের ঘাগরা গ্রামে। এই কমিটিও তৃণমূলের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ এনেছে।
এলাকায় ইলেকট্রিকের খুঁটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে জনজাগরণ কমিটির নামে। সেখানে এলাকার যে সব তৃণমুল নেতারা স্বজনপোষনের সঙ্গে যুক্ত, তাদের নাম রয়েছে।
আরও পড়ুনঃ সবংয়ে বিজেপি, সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ ৩০০ কর্মীর
বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যে অভিযোগ করা হয়েছে, যাদের পাকাবাড়ি রয়েছে কিন্তু এই ঘূর্ণিঝড়ে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তারাই ২০ হাজার টাকা পেয়েছে। তবে জনজাগরণ কমিটির পোস্টারে এলাকায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি।
তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি এটা সত্য হয় তাদের উচিত শিক্ষা দেওয়া হবে। দল থেকে শোকজ করা হবে। সমস্ত টাকা ফেরত দিতে হবে। ইতিমধ্যে বেশকিছু মানুষ টাকা ফেরত দিয়েছে। এরকম কিছু হলে দল ব্যবস্থা নেবে। এই নিয়ে রাজনৈতিক মহলে চাপা উত্তেজনা তৈরি হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584