মনিরুল হক,কোচবিহারঃ
এইডস আক্রান্ত এক মহিলার চিকিৎসা পরিষেবার গাফিলতির অভিযোগ উঠলো কোচবিহারে।ঘটনাটি ঘটেছে কোচবিহার গভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।ওই ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কোচবিহারে।জানা গিয়েছে,কোচবিহার গভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন এইচআইভি আক্রান্ত মহিলা।
অভিযোগ,ওই বিভাগে থাকা নার্স ঠিক মতো ওই রোগীর যত্ন নিচ্ছিলেন না। বিষয়টি জানতে পেরে হাসপাতালের এক চিকিৎসক অভিযোগ জানান।
আরও পড়ুনঃ ভুল চিকিৎসায় রুগী মৃত্যুর অভিযোগে রণক্ষেত্র রায়গঞ্জ নার্সিংহোম
সুত্রের খবর, ওই অভিযোগের কথা জানতে পেরে ওই বিভাগের বেশ কয়েক জন নার্সকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।যদিও গাফিলতির কথা মানতে নারাজ হাসপাতালের নার্সদের একটা বড় অংশ।আগামী সোমবার কোচবিহারে হাসপাতালের এমএসভিপি ফিরলে তাকে নার্সদের তরফে ডেপুটেসন দেওয়ার কথা রয়েছে বলে জানা গিয়েছে।
কোচবিহার গভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এমএসভিপি রাজিব প্রসাদ বলেন, একটি অভিযোগ এসেছে, যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584