শ্যামল রায়,কালনাঃ
একদিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তান্ডব অন্যদিকে পুলিশি অত্যাচারের শিকার হচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা।শুক্রবার মন্তেশ্বর থানার দেনুর গ্রাম পঞ্চায়েতের দেনুর গ্রামে পুলিশের হাতে ব্যাপক মারধর খেয়ে নাক চোখ শেষ হয়ে যাবার জোগাড়।দেনুর গ্রামের সুভাষ মাঝি জানিয়েছেন যে এদিন সকালে অতর্কিত পুলিশ তাকে ধরে এবং ব্যাপক মারধর করে।পায়ে এমন ভাবে মেরেছে পুলিশ সে এখন হাঁটতে পারছে না নাক ফেটে গেছে চোখে আঘাত লেগেছে তাঁর।
এছাড়াও মারধোর খেয়েছে বকুল মাঝি,খুদু মেটে সহ আরো অনেকে।বিজেপির স্থানীয় ব্লক নেতা রাজেশ রায় অভিযোগ করেছেন যে ‘নির্বাচনের পর থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী থেকেও পুলিশের অত্যাচারের শিকার হচ্ছেন বেশি আমাদের কর্মী-সমর্থকরা।’
আরও পড়ুনঃ
পুলিশ নিরীহ বিজেপি কর্মী সমর্থকদের ধরে ব্যাপক মারধর করছে সেই সাথে মিথ্যা কেস দিয়ে কোর্টে চালান করে দিচ্ছে এমনটাই অভিযোগ করেছেন তিনি।রাজেশ রায়ের আরো অভিযোগ মন্তেশ্বর বিধানসভা এলাকায় ব্যাপক সন্ত্রাস তৈরি করছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রতিবাদ করলেই তাদেরকে মারধর করে পুলিশের কাছে মিথ্যা মামলা দিয়ে কোর্টে পাঠিয়ে দিচ্ছে পুলিশ।
এদিন আরেক বিজেপি কর্মীর হাত ভেঙেছে এবং নাক চোখ ফেটে গেছে বলে অভিযোগ।যদিও একথা তৃণমূলের ব্লক সভাপতি আজিজুল হক জানিয়ে দিয়েছেন যে, ‘আমাদের দলের কেউ এই ধরনের সন্ত্রাসের কাজে যুক্ত নয়।বিজেপির অন্তর দলীয় কোন্দল এবং ব্যক্তিগত নানাবিধ সমস্যায় এই ধরনের মারধর সন্ত্রাস হচ্ছে এলাকায় এলাকায়।তবে পুলিশ গোটা বিষয়টির উপর নজর রাখছে এবং আমরা এলাকায় শান্তি চাই এমনটাই বার্তা পৌঁছে দিয়েছি গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি।’
মন্তেশ্বর থানার পুলিশ জানিয়েছে যে, “এইধরনের অভিযোগ আমাদের কাছে নেই তবে যারা এলাকায় শান্তি বিঘ্নিত করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা তো আমাদের নিতেই হয়” জানিয়ে দিয়েছে পুলিশ কর্তারা।সব মিলিয়ে অশান্ত মন্তেশ্বরের এলাকা।রাজ্যে ভোট পরবর্তী অবস্থা যে এমন হবে তা হয়ত কল্পনা করতে পারেননি অনেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584