নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্তৃপক্ষের বিরুদ্ধে

0
86

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

the complaint about provide low quality food
নিজস্ব চিত্র

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবারের মান নিয়ে উঠেছে অভিযোগ।এমনকি এই কেন্দ্র অনিয়মিত চলে এমনটাও অভিযোগ করা হয়েছে।তাই অঙ্গনওয়াড়ি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করেন এলাকার বাসিন্দারা।অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাচ্চাদের খাবারের মান নিকৃষ্ট অভিযোগ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনির বিরুদ্ধে।
ঘটনা টি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার শিবরাম বাটি এলাকার ২৮৩ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।

the complaint about provide low quality food
নিবেদিতা ঘোষ,অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভারপ্রাপ্তা।নিজস্ব চিত্র

এলাকার বাসিন্দাদের অভিযোগ,এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বেশ কিছু দিন খুবই অপরিষ্কার ভাবেই শিশুদের খাবার তৈরি করা হচ্ছে এবং আজ ওই কেন্দ্রের খাবারের খিচুড়ি তে পোকা দেখা যায়।

the complaint about provide low quality food
হিরু সেখ,অভিভাবক।নিজস্ব চিত্র

এছাড়াও তারা জানাই রোজ ওখান থেকে যে খাবারটা দেওয়া হয় সেই খাবার খাওয়া যায় না আবার যদি কেউ খায় তা হলে তাকে পেটের সমস্যায় ভুগতে হয়।

আরও পড়ুনঃ নিম্নমানের বাসি খাবার,ক্ষুব্ধ রোগীর পরিজন

এমনই অভিযোগ করছেন বাচ্চাদের পরিবার। অনিয়মিত ভাবেই চলছে এই সেন্টার, কোনো দিন সঠিক ভাবে খাবার দেওয়া হয় না এই সেন্টারে,পানীয় জলের কোনো সু-ব্যাবস্থাও নেই বলে অভিযোগ করেন এলাকাবাসিরা।ঘটনা প্রসঙ্গে ওই সেন্টারের দিদিমনি নিবেদিতা ঘোষ বলেন,এই কেন্দ্রে শিশু ও শিশুর মাকে নিয়ে মোট ৫৩ জন আছে।তাদের মধ্যে ৪৬ জনের খাবার রান্না করা হয়।কারন সবাই আসেনা এমনটাই জানান সেন্টার কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here