সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
আইসিডিএস স্কুলের চুরির অভিযোগে দিদিমণিকে তালা বন্ধ করে স্কুল অবরোধ রাখলো গ্রামবাসীরা। দক্ষিণ রায়পুর কাওয়াখালী এলাকায় আইসিডিএস স্কুলের ওই শিক্ষিকার নাম উমা হালদার।
দিনের পর দিন আইসিডিএস স্কুলের বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের।আজ শিক্ষিকা উমা হালদারকে বাড়ি যাবার সময় চাল চুরি করে নিয়ে যেতে দেখে এলাকার মানুষ।
আরও পড়ুনঃ ডাকঘর থেকে উধাও চিঠি ভর্তি বাক্স,চুরির অভিযোগ
তাকে ঘিরে ধরে। কয়েক শত এলাকার মানুষ স্কুলের মধ্যে ঢুকিয়ে তাকে তালা বন্ধ করে দেয়।খবর যায় ঢোলাহাট থানায়।পুলিশ এসে এলাকার মানুষের বিক্ষোভের মুখে পড়েন।পরবর্তীকালে এলাকাবাসী বিডিও -কে লিখিত অভিযোগ দেন।
স্থানীয়দের অভিযোগ অভিযুক্ত আইসিডিএস কর্মী এক বছরের মধ্যে রায়পুর অঞ্চল এর আরও দুটি আইসিডিএস এ কর্মরত ছিলেন। ওখানে চুরি করার জন্য ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয় এরপর এখানে আসেন পুনরায় এখানে এসে চুরি করলেন।
প্রশাসন বারবার টান্সফার করেই ওনাকে ছেড়ে দিচ্ছেন এবার আর ছাড়া চলবে না।এবার এই আইসিডিএস কর্মীকে ছাড়তে আপত্তি জানান গ্রামবাসীরা। প্রশাসনের তরফ থেকে জানানো হয় দিদিমনির উপযুক্ত শাস্তি হবে।প্রশাসনের কথায় দিদিমণিকে ছেড়ে দেওয়া হয়।
তবে এলাকার মানুষ যে তালা বন্ধ করে রেখেছে দিদিমণির শাস্তি না হলে খোলা হবে না তালা বলে জানান।দিদিমণি যাতে স্কুলে না আসে তার বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে বলে প্রশাসনের কাছে দাবি রাখেন এলাকাবাসী। বিষয়টি ভিত্তিহীন বলে দাবি আইসিডিএস দিদিমণির।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584