স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে হুমকির অভিযোগ বিজেপি কর্মীর

0
38

সুদীপ পাল, বর্ধমানঃ

বর্ধমান পুরসভার বিদায়ী কাউন্সিলর তৃণমূলের খোকন দাসের বিরুদ্ধে সম্পত্তি দখল করে হুমকি দেওয়া, মারধর করা প্রভৃতি অভিযোগ দায়ের করেছেন বিজেপির নেতা অভিজিৎ সিকদার। গলসী থানায় উস্কানিমূলক মন্তব্যের জন্য খোকনবাবুর বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এই অভিযোগ মানেননি খোকনবাবু।

the complaint about Threat to leader of tmc | newsfront.co
অভিযুক্ত তৃণমূল নেতা। ছবিঃ প্রতিবেদক

গত সোমবার বিকেলে গলসীর ভুঁড়ি পঞ্চায়েতের জাঁহাপুরে জাতীয় নাগরিক পঞ্জী ও কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সভা করেছিল তৃণমূল।

আরও পড়ুনঃ বিজেপি-তৃণমূল ম্যাচ ফিক্সিং গেম খেলছে, মত বাম-কং জোট প্রার্থীর

সেই সভায় খোকন দাস বিজেপি কর্মীদের ঘরবাড়ি ভেঙে দেওয়ার কথা বলেন এমনটাই অভিযোগ অভিজিৎবাবুর। শুধু ঘরবাড়ি ভেঙে দেওয়া নয় সম্পত্তি দখল করে নেওয়ার অভিযোগ অভিজিৎবাবু করেছেন। তাঁর বক্তব্য, বিজেপি কর্মীদের প্রায় সরাসরি প্রাণনাশের হুমকি দিয়ে এলাকায় ভয়ের পরিস্থিতি তৈরি করতে চাইছে তৃণমূল। যদিও এই অভিযোগ মানতে চাননি খোকনবাবু।

তাঁর বক্তব্য, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রতিদিনই তৃণমূল কর্মীদের খুন করার হুমকি দেন। তিনি বলেন, সভায় তিনি বলেছিলেন যারা লোকসভা ভোটের পরে তৃণমূল কর্মীদের মারধর করে তাড়িয়ে দিয়েছিলেন, সম্পত্তি দখল করার চেষ্টা করেছিলেন তারা কেউ ছাড় পাবে না।

তাঁর দাবি, অভিযোগ যে কেউ করতে পারেন। তিনি তা নিয়ে ভাবেন না। গলসী থানার পুলিশ অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here