সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
২৩ শে মে ভোট গণনার পর বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে।ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মহেশতলা বিধানসভার অন্তর্গত ৩০ নম্বর ওয়ার্ড দৌলতপুর দাসপাড়ার ঘটনা।
বিজেপি শক্তি প্রমুখ কেন্দ্রের ৭ টি বুথের পদে দায়িত্বে আছেন শঙ্কর দাস।বেশ কিছু দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় বাইক নিয়ে এসে শঙ্কর দাসের বাড়ি লক্ষ করে এলোপাথারি বোমা ছুড়তে থাকে। বোমার আওয়াজ শুনে এলাকাবাসীরা ছুটে আসে এবং মুখ ঢাকা দুষ্কৃতীরা পালিয়ে যেতে সক্ষম হয়।তারপর মহেশতলা থানায় খবর দিলে মহেশতলা তলার থানার পুলিশ এসে ওই বোমার দড়ি ও পিন উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুনঃ তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র,উত্তেজনা এলাকায়
শঙ্কর দাস জানায় ভোটের আগে থেকে টর্চার চালানো হচ্ছে। দেওয়াল মোছা থেকে শুরু করে বাড়ি থেকে না বেরোনোর হুমকি দিচ্ছিল,তারপর বাড়িতে এসে মারধর করে এমনটাই অভিযোগ ওঠে।এখন শঙ্কর দাসের পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন।শঙ্কর দাসের পরিবারের লোকজনের অভিযোগ যে তৃণমূল কর্মী সমর্থকদের এইরকম করতে পারে।গোটা ঘটনার তদন্ত চালাচ্ছেন মহেশতলা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584