মনিরুল হক,কোচবিহারঃ
পিছন থেকে গিয়ে এক বিজেপি কর্মীর শরীরের বিভিন্ন জায়গা ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের ঘোগার কুঠি এলাকায়।ওই ঘটনায় গুরুতর আক্রান্ত হয়েছেন ঐ বিজেপি কর্মী। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি করেছে।ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।ওই ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আক্রান্ত ওই বিজেপি কর্মীর নাম রমেশ দাস।তার বাড়ি ঘোগারকুটি এলাকায়।
গতকাল রাত ১০ টা নাগাদ বাজার করে বাড়ি ফেরার পথে ওই বিজেপি কর্মীকে পিছন থেকে গিয়ে কয়েক জন মিলে ধরে ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কেটে দেয়।আক্রান্ত ওই বিজেপি কর্মীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসে।পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থা উদ্ধার করে তুফান গঞ্জ হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুনঃ গ্রাম্য বিবাদে তৃণমূল কর্মীদের আক্রমনে আহত তিন কংগ্রেস কর্মী
হাসপাতালের বেডে শুয়ে আক্রান্ত বিজেপি কর্মী রমেশ দাস জানায়, “বাজার থেকে ফেরার পথে আমাকে বেশ কয়েকজন লোক রাস্তায় আটকায়। তারপর ব্লেড দিয়ে আমার শরীরে আঘাত করে কেটে দেয়।যদিও রাতের অন্ধকারে আমি কাউকে চিনতে পারি নি।”
তবে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ওই ঘটনা তৃণমূলের দুষ্কৃতীরা ঘটিয়েছে।অন্যদিকে বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584