সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
বিজেপির দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে উত্তাল রায়দিঘীর দীঘিরপাড় অঞ্চল।বিজেপির মারে আহত সিভিক ভলেন্টিয়ার।অভিযোগ একটি পাটকাঠি ভর্তি গাড়ির পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় উপরের অংশ লেগে বিজেপির ফ্ল্যাগ ও ফেস্টুন ছিড়ে যায়।ঘটনার কিছুক্ষণের মধ্যেই স্থানীয় বিজেপির নেতারা এসে গাড়িটির উপর হামলা চালায়।
ঘটনার সময় স্থানীয় সিভিক অরুণ পুরকাইত উত্তেজনা সামাল দিতে স্থানীয় রায়দিঘী থানায় খবর দেয়।রায়দিঘী থানা থেকে পুলিশ যাওয়ার পূর্বেই দুষ্কৃতকারীরা সিভিক এর পরিবারের উপর রড,লাঠি নিয়ে চড়াও হয়। ছেলেকে বাচাতে মা বাড়ি থেকে বের হয়ে আসলে তার উপরও তারা প্রহার করে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ প্রচারের শেষ মূহুর্তে বালুরঘাটে ফ্ল্যাগ ছেঁড়ার অভিযোগ বিজেপির,পাল্টা অভিযোগ তৃণমূলের
বর্তমানে তিনি রায়দিঘী গ্রামীণ হসপাতালে চিকিৎসাধীন।পরিস্থিতি সামাল দিতে রায়দিঘী থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌছেছে।এলাকায় উত্তেজনা রয়েছে।
তবে পুলিশসূত্রে জানা যাচ্ছে এখনও পর্যন্ত দুষ্কৃতীকারীদের কাউকে গ্রেফতার করা যায়নি,তাদের খোঁজে তল্লাশি চলছে।স্থানীয় থানাতে সিভিক পুলিশ এর পরিবার ক’য়েক জনের নামে অভিযোগ দায়ের করেছে।পুলিশ অভিযুক্তদের ধরার জন্য খোঁজখবর চালাচ্ছেন বলে জানা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584