নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
লোকসভা নির্বাচন ঘোষণার দিনেই শাসক দলের বিরুদ্ধে ঘোরতর অভিযোগ তুলে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করল দাসপুরের সিপিএমের কর্মী সমর্থকরা।লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার সাথে সাথে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের ব্যস্ততা তুঙ্গে।
নিজেদের দলীয় প্রার্থীদের প্রচারে দেওয়াল লিখন একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই দেওয়াল লিখন নিয়েই দাসপুর-১ নম্বর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ধর্মা গ্রামের সিপিএম কর্মী সমর্থকদের অভিযোগ,তাঁদেরকে দেওয়াল লিখতে দিচ্ছে না স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে ভোটের প্রচারে তৃণমূলের দেওয়াল লিখন শুরু
এনিয়ে সিপিএমের পক্ষে একটি লিখিত অভিযোগ দাসপুর বিডিওর কাছে জমা দেন তাঁরা।ধর্মা গ্রামের সিপিএম কর্মী অরূপ দোলই জানান,তাঁরা গৃহকর্তার অনুমতি নিয়েই ধর্মা এলাকায় দেওয়াল লিখন করলেও স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাঁদেরকে দেওয়াল লেখায় বাধা দিচ্ছে। তবে এই অভযোগ নস্যাৎ করেছেন জেলার যুব তৃণমূলের সহ সভাপতি সুদীপ মণ্ডল। তিনি বলেন, এসব অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584