সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমানের আউশগ্রামে তৃণমূল প্রার্থীর পোস্টার ছিঁড়ে দেওয়া ও দেওয়াল লিখনে গোবর লেপে দেওয়ার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়াল। আউসগ্রামের আলিগ্রামের ঘটনা।তৃণমূলের তরফে এই নিয়ে গুসকরা ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের তির বিজেপির দিকে মূলত।যদিও বিজেপি তা অস্বীকার করেছে।তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি এই ঘটনা ঘটিয়েছে। তাঁদের দলের পোস্টার ছিঁড়ে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে।
আলিগ্রামের গনপাড়া, দাসপাড়ার মত কয়েকটি জায়গায় দলীয় প্রার্থী অসিত মাল-এর সমর্থনে দেওয়াল লিখনের উপর গোবরের প্রলেপ দেওয়া হয়েছে। দলের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এর পরেই স্থানীয় তৃণমূল কর্মীরা গুসকরা পুলিশ ফাঁড়িতে পাঁচ বিজেপি কর্মীর নামে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁরা এও উল্লেখ করেন এই বিজেপি কর্মীরা তাঁদের হুমকি দিচ্ছিলেন।
আরও পড়ুনঃ তৃণমূল প্রার্থীর সমর্থনে লেখা দেওয়ালে গোবর লেপে দেওয়ার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে
যদিও এই ঘটনায় বিজেপির জড়িত থাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন আউশগ্রাম বিধানসভা দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা জয়দীপ চট্টরাজ। সম্পূর্ণ বিষয়টি তৃণমূলের সাজানো বলে তিনি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584