নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ৩ নং ব্লকের ৬ নং অঞ্চলের কেশিয়া গ্রামের বিজেপির বুথ সভাপতি হাবু মূর্মূ(৪৫) কে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের দিকে।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।স্থানীয় বিজেপি সূত্রে জানা যায়,গতকাল রাত থেকেই নিখোঁজ ছিল হাবু মূর্মূ, আজ সকাল বেলায় হঠাৎ এলাকার রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা।


আরও পড়ুনঃ ভারতীর প্রচার গাড়িতে হামলা,মারধরের অভিযোগ নির্বাচন এজেন্টকে
আক্রান্ত হাবুর অভিযোগ,তাকে অপহরণ করে খুন করার চেষ্টা করেছিল তৃণমূলের দুষ্কৃতীরা যদিও গোটা ঘটনা অস্বীকার করেন তৃণমূল শিবির।এরপর ঘটনাস্থলে আসে গড়বেতা থানার পুলিশ,সাথে সাথে হাবুকে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁর শারীরিক অবনতির কারণে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে গড়বেতা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584