মনিরুল হক,কোচবিহারঃ

রাজনৈতিক উত্তেজনায় উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের বিভিন্ন এলাকা।কোথাও বাড়ি ভাঙচুর করা হয়েছে।কোথাও তৃণমূল নেতৃত্বকে মারধর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।আর প্রত্যেক ক্ষেত্রেই অভিযগের তীর বিজেপির দিকে।বিজেপি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
গতকাল কোচবিহার ১ নম্বর ব্লকের হাড়িভাঙা গ্রাম পঞ্চায়েতের শিমূলগুড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রতিনিধি মাম্পি বর্মণের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।তিনি কোচবিহার কোতোয়ালি থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, বিজেপির দুষ্কৃতীরা হামলা চালিয়ে তাঁদের বাড়ি ঘর ভেঙ্গে দিয়েছে।বিষয়টি তিনি দলের জেলা নেতৃত্বকেও জানিয়েছেন।
আরও পড়ুনঃ পার্টি অফিস খুলতেই ‘সশস্ত্র’ হামলা,তীরবিদ্ধ গবাদি পশু
ওই ঘটনার পাশাপাশি মাথাভাঙা ২ নম্বর ব্লকের প্রেমেরডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকাতেও তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি নির্মল দত্ত ও যুব সভাপতি রাজীব দত্তের উপড়ে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।
তৃণমূল যুব কংগ্রেসের প্রেমেরডাঙ্গা অঞ্চল সভাপতি রাজীব দত্ত অভিযোগ করে জানান, “প্রথমে বিজেপি কর্মীরা বাজারে আটকে প্রান নাশের হুমকি দেয়।পরিস্থিতি উদ্বেগজনক দেখে আমি চলে আসি। তখন জানতে পারি দলের অঞ্চল সভাপতি সম্পর্কে,আমার বাবা নির্মল দত্ত বাইরে রয়েছেন।এরপরেই ফোনে জানতে পারি তাঁকে পিছু ধাওয়া করে পাথর ছুঁড়ে মারা হয়েছে।অল্পের জন্য তিনি প্রানে রক্ষা পেয়েছেন।”
যদিও বিজেপির স্থানীয় নেতৃত্বের পাল্টা দাবি,তৃণমূলের অঞ্চল সভাপতি ফোনে বিজেপি কর্মীদের হুমকি দিয়েছিল।এলাকার বাসিন্দারা বিষয়টি জানতে পারার পর উত্তেজিত হয়ে ওঠে। কিন্তু কাউকে মারধর করার অভিযোগ ঠিক নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584