নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
কাটমানি ইস্যুতে রাজ্যের বিভিন্ন জেলার একের পর এক তৃণমূল নেতাদের নাম জড়িয়ে পড়ছে,এ বার সেই কাটমানির প্রভাব লক্ষ করা গেল মেদিনীপুর পুরসভার বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে।মঙ্গলবার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মাল্য চক্রবর্তীকে কাটমানি ইস্যুতে অভিযুক্ত করে তারই ওয়ার্ডে পড়ে ছিল ব্যানার।
সরাসরি এ বার ৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর মৌ রায়ের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে লিখিত অভিযোগে কোতওয়ালি থানায় জমা দিলেন ওই ওয়ার্ডের বাসিন্দা বিদ্যুৎ ঘোষ,বিদ্যুৎ ঘোষের অভিযোগ ২০১৪ সালে তাঁর বাড়ি তৈরি করার সময় বিভিন্ন ইস্যু দেখিয়ে কাজ বন্ধ করে দেয় বিদায়ী কাউন্সিলর মৌ রায় এবং তাঁর স্বামী,এর পর সাড়ে তিন লাখ টাকার ঘুষ দেওয়ার বিনিময়ে পুনরায় বাড়িটি সম্পূর্ণ করার অনুমতি দেওয়া হয় বলে অভিযোগ।
আরও পড়ুনঃ কাটমানি ফেরতের দাবিতে স্কুল শিক্ষক পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিক্ষোভ
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত নেতা নেতৃত্বের বার্তা দেন অবিলম্বে কাটমানির টাকা ফেরত দিতে হবে সেই বার্তা মেদিনীপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিদ্যুৎ ঘোষের কানে আসতেই তড়িঘড়ি করে সেই কাটমানি টাকা ফেরত পাওয়ার লক্ষ্যে কোতওয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছেন বিদায়ী কাউন্সিলর মৌ রায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584