নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ
ভোটের ফলাফল বিশ্লেষণ করে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে নিয়ে অকপট ভাবে আম আদমি পার্টির সমর্থকদের প্রতি খোলা চিঠি লিখলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।দিল্লি কেন্দ্র সরকার নির্বাচনী কেন্দ্রে তার দল সবকটিতেই পরাজিত হয়েছে।যদিও তার মতে এবারে দিল্লির নির্বাচনী কেন্দ্রে আপের হয়ে যে সমস্ত প্রার্থীরা দাঁড়িয়ে ছিলেন তারা সকলেই দেশের মধ্যে যোগ্যতম প্রার্থী ছিলেন।
তবে তার খোলা চিঠিতে তিনি আপের হারের কারণ হিসেবে দুটো বিষয় কে দায়ী করে লিখেছেন ,”নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে প্রথমত নির্বাচনী হাওয়া সারা দেশের মতো দিল্লিতে বিজেপির পক্ষে ছিল,দ্বিতীয়ত, দিল্লির মানুষ মনে করেছেন নির্বাচন আসলে মোদী এবং রাহুলের মধ্যে,সেই ভেবেই মানুষ ভোট দিয়েছেন ।”
আরও পড়ুনঃ ভোটের ফলে রাতারাতি দল বদলের পালে হাওয়া
পাশাপাশি ব্যর্থতার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন ,” কারণ যাই হোক না কেন, আমরা মানুষের কাছে পৌঁছাতে পারিনি। মানুষ কেন আমাদের ভোট দেবে,তা স্পষ্ট করে বোঝাতে অক্ষম হয়েছি ।”
তবে আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন ,”মানুষ আমায় আশ্বস্ত করেছে বিধানসভায় আমাদের কাজ দেখে আমাদের সমর্থন করবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584