বাড়ি তৈরি নিয়ে বিবাদের জেরে সংঘর্ষ পঞ্চায়েতেই,উত্তেজনা এলাকায়

0
41

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

the conflict for making house
নিজস্ব চিত্র

গ্রাম্য বিবাদের জেরে ব্যপক উত্তেজনা ছড়ালো বড়ঞা ২নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায়,বড়ঞা ২নং গ্রাম পঞ্চায়েতের নিমা গ্রামের বাসিন্দা নুরেজ সেখ সরকারি রাস্তার উপর বাড়ি তৈরির কাজ শুরু করেছিলো।

the conflict for making house
স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র
the conflict for making house
দোকান লুঠ।নিজস্ব চিত্র

কিন্তু সরকারের জায়গায় বাড়ি তৈরি হচ্ছে অবিলম্বে সেই বাড়ি বন্ধের দাবিতে গ্রাম পঞ্চায়েত অফিসে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন ওই গ্রামের বাসিন্দা ইন্তেহার সেখ সহ ৪১জন গ্রাম বাসী।

আরও পড়ুনঃ টোটো-অটোচালকদের সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুর

the conflict for making house
ভাঙচুর ।নিজস্ব চিত্র
the conflict for making house
অভিযোগপত্র।নিজস্ব চিত্র

তারপর আজ পঞ্চায়েতের নির্দেশে দুই পক্ষ কে সাধারণ মীমাংসার জন্য ডাকা হয়েছিল গ্রাম পঞ্চায়েত অফিসে।অভিযোগ, দুই পক্ষের কথা বার্তা চলাকালীন বচসা শুরু হয় এবং সেখান থেকেই লাঠি ও বাঁশ নিয়ে পঞ্চায়েত অফিসের ভিতরেই শুরু হয় দুই পক্ষের তুমুল সংঘর্ষ।

the conflict for making house
মোতায়েন পুলিশ।নিজস্ব চিত্র

ভাঙচুর করা হয় সরকারি জিনিস পত্র।যদিও তখন ঘটনাস্থলে বড়ঞা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কিন্তু ঘটনার রেশ এখানেই থামেনি।জল গড়িয়ে যায় বড়ঞা ২নং গ্রাম পঞ্চায়েতের নিমা গ্রামে গিয়ে।ইন্তেহারের লোক জন গিয়ে নুরেজ সেখ ও আব্দুল সেখের বাড়ি ভাঙচুর সহ এলাকার দোকান পাঠ লুঠ ও বোমা পিস্তল নিয়ে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করে বলে অভিযোগ।দুই পক্ষই তৃণমূল কর্মী হিসেবে পরিচিত এলাকায়।

এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ইন্তেহার সেখের এক সঙ্গী জামাল সেখকে আটক করে।ঘটনায় গুরুতর আহত আলতাব সেখ ও হাসনাদ সেখ কে প্রথমে বড়ঞা তারপর কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here