পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
ইসলামপুর বিধানসভা উপনির্বাচন যতই এগিয়ে আসছে তাপমাত্রার বাড়বাড়ন্তকে উপেক্ষা করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বেড়েই চলেছে। আগামী ১৯ মে উপনির্বাচনকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দল প্রচারে ঝাঁপিয়ে পড়েছে।এরই মাঝে তৃণমূল প্রার্থী আব্দুল করিম চৌধুরীর শান্তিপ্রিয় নেতার প্রচারকে কটাক্ষ করে কংগ্রেস প্রার্থী হাজী মুজফ্ফর হুসেন বলেন, “করিম সাহেবের শান্তিপ্রিয় প্রচার এক্কেবারে ভেক ভাওতাবাজি করছে মানুষের সাথে, জগতাগাঁওয়ের আশ্রম দাঙ্গা মানুষ ভুলে যায়নি।
মানুষ ওনাকে মন্ত্রী করে বীতশ্রদ্ধ হয়ে গিয়েছে, যেভাবে মানুষকে চাকরি দেওয়ার নামে ঠগিয়ে টাকা নিয়েছে এখন গ্রামে গেলে শুনতে হচ্ছে চাকরিও দিল না টাকাটাও ফেরত দিল না।এই মানুষকে কি শান্তিপ্রিয় বলবো,এতো অশান্তির প্রতীক।হাই স্কুলের জমি নিয়ে গন্ডগোল, জগতাগাঁওয়ের আশ্রম দাঙ্গা,মাটিকুন্ডা এলাকায় রাজনৈতিক সংঘর্ষে খুন।
আরও পড়ুনঃ প্রখর রোদকে উপেক্ষা করে ভোট প্রচারে কংগ্রেস প্রার্থী
ইসলামপুরের মাটি কংগ্রেসের মাটি আর কংগ্রেস হানাহানির রাজনীতিতে বিশ্বাস রাখে না।ভোটের বাক্সে মানুষ এবার এদের উচিত শিক্ষা দেবে।আর তাই এখনতো মানুষ বলছে এই মানুষটা যেন না আসে। কারন ওনার ৮০ বছর বয়স হয়ে গিয়েছে, কানে মেশিন, বুকে মেশিন, চোখে মেশিন।যে লোক এক ঘন্টা পরে মানুষকে ভুলে যায় সেই মানুষকে কেউ আর ভোট দিতে চায় না গ্রামে গিয়ে বুঝতে পারছি।কিছু দালাল প্রকৃতির লোক আছে তারা ভাবছে জিতে গেলে টাকা ফেরত পাবো।
চাকরিও পাবে না আর টাকাও ফেরত পাবে না আর ২৩ মে’র পর তৃণমূলে ওনার কোন অবস্থান থাকবে সেটাও ভগবান জানে।” পাল্টা জবাব দিতে গিয়ে কংগ্রেস প্রার্থীকে কটাক্ষ করে তৃণমূল প্রার্থী আব্দুল করিম চৌধুরী বলেন, “একদম বুদ্ধিহীন,পাগল,ব্রেইনলেস ওই লোকটা, দুদিন আগে তো আমার সাথেই ছিল।আমি কোনওদিন কারো থেকে টাকা নিইনি।চিরজীবন দান করে এসেছি আমাদের নেওয়ার অভ্যাস নেই।
জগতগাঁওয়ের ভাটিয়া ও রাজবংশীদের মধ্যে কত বড়ো গন্ডগোল হয়েছিল আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানে এসে তিনদিন ক্যাম্প করে সমস্যা মিটিয়েছি।ওই সমস্যা আমি ছাড়া কেউ মেটাতে পারতো না।”
ইসলামপুরে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী ঘোষণা হওয়ার পর পরই দেওয়াল লিখে প্রচার শুরু করেন প্রার্থী আব্দুল করিম চৌধুরী।তাঁর দলে ফেরা নিয়ে নানা জল্পনা চলছিল কিন্তু সব কিছু কাটিয়ে তিনি তৃণমূলের প্রার্থী হন।এবার রাজনৈতিক লড়াই শুরু হয়েছে পুরোদমে।কি উত্তর দেয় ইসলামপুরের জনতা এখন সেটাই দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584