পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

নিজামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মির্জাপুরে রাস্তা কেটে যাওয়ার ফলে ১৫ থেকে ২০ টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্রাম গুলি হল মির্জাপুর,সুখ্খর,হাজীপুর,ডেংরা, বের্রান,জমিরা সহ একাধিক গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পরে।

তাদেরকে কানকি আসতে হলে হয়তো ডালখোলা চাকুলিয়া হয়ে প্রায় ৩০ কিমি রাস্তা ঘুর পথে যেতে হবে।ছাত্র-ছাত্রীদের স্কুল যাওয়া বন্ধ হয়ে পড়েছে।ওই সব গ্রামের বেশিরভাগ ছাত্র ছাত্রীরা রামকৃষ্ণপুর হাই স্কুল,নিজামপুর হাই স্কুল এবং কানকি হাই স্কুলে পড়াশোনা করে।
আরও পড়ুনঃ বেহাল একমাত্র যোগাযোগের রাস্তা,নির্বাক প্রশাসন


এখন রাস্তা কেটে যাওয়ার ফলে তারা স্কুলে যেতে পারছেনা।স্থানীয়দের অভিযোগ ২০১৭ সালে বন্যার কারণে ওই রাস্তায় একটি কালভার্ট ছিল সেই কালভার্টটি তখন ভেঙে পড়েছিল।কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আজ পর্যন্ত ওই রাস্তায় কোন কালভার্টের ব্যবস্থা করেনি।ফলে বারবার মাটি দিয়ে রাস্তা তৈরি করে কোন লাভ হয়নি বলে জানায় এলাকাবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584