সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী এসএস আলুওয়ালিয়া এ রাজ্যে বিজেপি বেশি আসন পেলে ছ’মাসের মধ্যে বিধানসভা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন।বর্ধমান শহরের টাউনহলে এক কর্মী সভার আয়োজন করেছিল বিজেপি। পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের কথা উল্লেখ করে প্রার্থী তাঁর বক্তব্যে বলেন,”লোকসভা ভোটের ছ’মাসের ভিতর মোদী সরকারকে দিয়ে এখানে বিধানসভা নির্বাচন করিয়ে দেব।
” তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।তাঁর বক্তব্যের গুরুত্ব বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যেই বয়ান বদল করেন বিজেপি প্রার্থী।
আরও পড়ুনঃ তৃণমূলকে কড়া বার্তা দিলীপের
কিছু পরই তিনি বলেন, “সন্ত্রাস থেকে মুক্তি পাওয়ার জন্য ছ’মাসের মধ্যে বিধানসভা নির্বাচন করিয়ে দেব। বলেন, বাংলার মানুষকে পুলিশ দিয়ে চাপের মধ্যে রাখা হচ্ছে। সরকার ভাঙার কথা বলিনি।রাজ্যে যে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে তা তুলে ধরেছি।”
যদিও বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হবে বলে মন্তব্য করেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584