বিজেপি-র আইটি সেল প্রধানের টুইটার পোলিং ঘিরে বিতর্ক

0
130

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

 

বিজেপি-র আইটি সেল প্রধান অমিত মালভিয়ার একটি বিতর্কমূলক টুইটার পোলকে ঘিরে শোরগোল শুরু হয়েছে ‘এডিটরস গিল্ডে’। বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেল থেকে বিজেপি-র আইটি সেল প্রধান অমিত মালভিয়া একটি পোল ক্রিয়েট করেছিলেন, যেখানে তিনি ‘রাজদীপ সারদেশাইকে আইসিস-র পিআর পরিচালনা করা উচিত’—বক্তব্য পেশ করে তার নিরীখে নেটিজেনদের ভোট চেয়েছিলেন। এখনও অবধি সেই পোলিং-এর রেজাল্টে নেটিজেনদের ২৮% সন্তোষজনক ভাবে সহমত প্রকাশ করেছে, ২৬% নেটিজেন জোরালো ভাবে সহমত জানিয়েছেন। বাকি ৩৩% একেবারেই সহমত প্রকাশ করেননি। বাকি ১৩% এর মনে হয়েছে অমিত মালভিয়া ঠিকই বলছেন।

amit and rajdeep| newsfront.co
অমিত মালভিয়া(বাঁদিকে) ও রাজদীপ সারদেশাই(ডানদিকে)। চিত্র সৌজন্যঃ ফ্রি প্রেস জার্নাল

গতকাল ভারতের সমাপদকমন্ডলী থেকে অমিত মালভিয়ার এইরকম একপেশে, আপত্তিকর, ‘ম্যাককার্থিস্ট’ মন্তব্যের উপর ভিত্তি করে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সম্পাদকমন্ডলীর প্রাক্তন সভাপতি এবং বর্তমান সাংবাদিক রাজদীপ সারদেশাইয়ের বিরুদ্ধে এরকম কুরুচিকর, আপত্তিজনক মন্তব্য শুধু নিন্দনীয় নয়, এটি সারদেশাইয়ের একতা ও দেশভক্তির প্রতিও আঙুল তোলে। এরকম কুরুচিকর মন্তব্য বিজেপি-র সুস্থ-স্বাস্থ্যকর বিতর্কে অংশগ্রহণ না করতে পারাকে প্রশ্ন করে। এরপর সম্পাদকমন্ডলীর তরফ থেকে দ্রুত সেই টুইট তুলে নেওয়ার আর্জি জানানো হয়।

 

মালভিয়ার টুইটের জবাবে পাল্টা টুইট করে এডিটরস গিল্ডের প্রাক্তন সভাপতি সারদেশাই জানান যে তাঁর ‘নিউ ইয়ার রেজোলিউশন’ হল প্রশান্ত থাকা। তিনি মালভিয়াকেও ‘নিউ ইয়ার’-এর শুভেচ্ছা বার্তা জানান। পাশাপাশি ব্যঙ্গার্থক ভাবে এই বিদ্বেষপূর্ণ, কুরুচিকর ‘ক্যাম্পেন’ চালিয়ে যেতে বলেন।

আরও পড়ুনঃদেশে থাকতে গেলে ‘ভারত মাতা কি জয়’ বলা বাধ্যতামূলক

সিএএ বিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভের নামে যারা ‘ভ্যান্ডালিজম’-র পরিচয় দিয়েছিল, সরকারি সম্পত্তির ক্ষতি করেছিল, রেলস্টেশনে পাথর ছুঁড়েছিল, তাদের বিক্ষোভকে সারদেশাই কিছুদিন আগে শান্তিপূর্ণ বিক্ষোভ ও দেশপ্রেমের নজির বলে মন্তব্য করেছিলেন। তাঁর এই মন্তব্য ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল নেটিজেনদের মধ্যে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here