অন্তঃবিদ্যালয় স্কুল ক্রিকেট টি টোয়েন্টি টুর্নামেন্ট

0
162

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

The cricket match in school
নিজস্ব চিত্র

শুক্রবার উত্তর দিনাজপুর ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে আন্তঃবিদ্যালয় স্কুল ক্রিকেটের টি-২০ ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করলো মারাইকুরা ইন্দ্র মোহন উচ্চ বিদ্যালয়।টসে জিতে ব্যাট করতে নেমে মারাইকুরা ইন্দ্রমোহন উচ্চ বিদ্যাপীঠ ২০ ওভারে ৮,উইকেটে ১০৮রান তোলে।জবাবে রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয় ১৫ও ও ভারে ১০ উইকেটে তোলে মাত্র ৬৬ রান।

মারাইকুরা ইন্দ্র মোহন বিদ্যাপীঠ ৪২রানে করোনেশন উচ্চ বিদ্যালয়কে হারিয়ে দেয়।মারাইকুরার প্রিয়তোষ সিনহা-৩১রান এবং অনিশ ইসলাম ২৩রান করে।বিবেক দাস ৩উইকেটে ৯রান করে।এর জবাবে রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয় মাত্র ১৫ ওভারে ৬৬রান করে।

আরও পড়ুন: আন্তঃজেলা সিনিয়ার ক্রিকেটে উত্তর দিনাজপুর জোন চ্যাম্পিয়ান

করোনেশনের নবনীল সাহা ১৬ এবং দেবাঙ্ক রায় ২০ রান করে। পঙ্কজ বাড়ুই ৩ উইকেটে ৬ রান সংগ্রহ করে।থেকে শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ বিশ্বাস।উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ সমীর বসাক ও ক্রিকেট সচিব জয়ন্ত দাস। ফাইনাল খেলাকে ঘিরে ছিল চরম উন্মাদনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here