স্পোর্টস ডেস্ক,নিউজফ্রন্টঃ
মহেন্দ্র সিং ধোনির কণ্ঠস্বর নকল করে জালিয়াতির অভিযোগ উঠল অন্ধ্রপ্রদেশের একজন প্রতিশ্রুতিমান ক্রিকেটার বুদুমুরু নাগারাজু এর বিরুদ্ধে।তবে শুধু ধনী নয় এই ক্রিকেটার জাতীয় দলের নির্বাচক প্রধান এম এস কে প্রসাদের কণ্ঠ স্বরও নকল করেছিলেন।আর আর্থিক জালিয়াতির অভিযোগে বিজয়ওয়াড়া সিটি পুলিশ গ্রেফতার করেছে নাগারাজুকে।
তার বিরুদ্ধে অভিযোগ কণ্ঠস্বর নকল করে দিনের পর দিন বিভিন্ন সংস্থার কাছ থেকে স্পনসর্শিপ নিয়েছেন।জালিয়াতি করেছেন বিপুল অংকের অর্থের।রামকৃষ্ণ হাউজিং থেকে প্রায় ৪ লক্ষ টাকা হাতিয়েছেন এই প্রতিশ্রুতিমান ক্রিকেটার ।
উল্লেখ্য , এক সময় অন্ধ্রপ্রদেশের হয়ে নিয়মিত রঞ্জি খেলতেন বুদুমুরু নাগারাজু ।২০১১ সালে দক্ষিণ জোন ও ২০১৩ সালে সেন্ট্রাল জোনের হয়েও ঘরোয়া ক্রিকেটে খেলেছেন নাগারাজু।২০১৪ সালে শেষবার খেলেছেন তিনি। ৮২ ঘণ্টা টানা নেটে ব্যাটিং করে গিনেস রেকর্ডও গড়েছিলেন এই প্রতিভাধর ক্রিকেটার, কিন্তু অত্যন্ত বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাতে তার এই নৈতিক অবক্ষয় ঘটেছে বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584