সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

মশার লাভাকে ধ্বংস করার জন্য পুরসভার জলাশয়গুলিতে ছাড়া হল গাপ্পি মাছের চারা।জলাশয়ের পাশাপাশি বিভিন্ন জায়গায় জমা জলে মশা জন্মায়।মশার দংশনে মারণ জ্বরে ঘটে জীবনহানি।

বিশেষ করে ম্যালেরিয়া ছড়ানো মশার লাভাকে ধ্বংস করার জন্য ডায়মন্ড হারবার পুরসভা থেকে জলাশয় গুলিতে ছাড়া হল গাপ্পিমাছ। পুরসভার এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।


ডায়মন্ড হারবার পুরসভার ষোলটি ওয়ার্ডের যেখানে রয়েছে জলাশয় ও জল নিকাশি একাধিক জায়গা সেখানে চাষের জন্য কাউন্সিলরদের মধ্য গপ্পি মাছে চারা বিলিও করা হয়।
আরও পড়ুনঃ কন্যাশ্রীদের স্বনির্ভরতার লক্ষ্যে রঙিন মাছ চাষের প্রশিক্ষন

জমা জল নোংরায় বিভিন্ন জায়গায় গাপ্পি মাছ ছাড়া হয় পুরসভার কর্মিদের দিয়ে।
পুরসভার স্বাস্থ্য দপ্তরের অধিকারিক জানান,রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন এলাকায় জলাশয়গুলিতে গাপ্পি মাছ ছাড়া হচ্ছে মশার লাভাকে ধ্বংস করার জন্য।এক লক্ষের বেশি মাছ ছাড়া হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584