নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
অসচেতনতার জন্য প্রাণ হারালো এক ব্যক্তি।রাস্তার এক দিক থেকে অন্য দিকে মোড় নেওয়ার সময় পিছন থেকে দ্রুতগতির বাইক ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় সাইকেল আরোহীর।
আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বাইক চালক।মৃত সাইকেল চালকের নাম লক্ষনচন্দ্র সাঁই(৭০)।
বাড়ি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বাখরাবাদ অঞ্চলের তেগেড়িয়া উক্রসন্ডা গ্রামে।পরিবার সূত্রে দাবি বাড়ি থেকে মুড়ি ভাজার জন্য চাল নিয়ে যাওয়ার সময় বাখরাবাদ থেকে কুষবসানগামী রাস্তায় পিছন থেকে একটি বাইক ধাক্কা মারে।
আরও পড়ুনঃ ফিউজ সারতে বিদুৎ পোস্টে উঠে মৃত্যু যুবকের
আশঙ্কাজনক অবস্থায় তাকে বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।পুলিশ মৃতদেহ সংগ্রহ করে ময়না তদন্তের পাঠিয়েছে।বৃদ্ধের মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমেছে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584