নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো গোটা এলাকায়।এমনকি মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
মৃতদেহ তুলতে এলে বাধার সম্মুখীন হয় পুলিশ।ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার,ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের উপর দাসপুরের জগন্নাথপুর এলাকায়।পুলিশ সূত্রে জানা যায় যুবকের নাম স্বপন দোলই(২০)।সে দাসপুরের রবিদাসপুরের বাসিন্দা।
আরও পড়ুনঃ বাজ পড়ে জোড়া গরুর মৃত্যু
জানা যায় বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন যুবক,সাইকেলে করে ঘাটাল থেকে আসার সময় যাত্রীবাহী সরকারি বাস ধাক্কা মারলে যুবকে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই ঘটনা ঘটায় রাস্তার দেহ রেখে,ঘাতক গাড়িটি ধরার দাবি ও রাস্তা মেরামতের দাবিতে রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ।
দীর্ঘক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক।খবর পেয়ে দাসপুর থানার পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় রা,পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584