নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ
কথা মতই কাজ, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর কষ্ট হওয়ার ঘটনায় বার ঘন্টার বনধের ডাক দেয় বিজেপি কর্মীরা। তারই জেরে সপ্তাহের প্রথম দিনেই কার্যত নাজেহাল অফিসমুখো মানুষ সহ নিত্যযাত্রীরা।
সাত সকালেই রেল অবরোধ শিয়ালদহ মেন লাইনের কাঁকিনাড়া স্টেশনে। স্তব্ধ ব্যারাকপুর শিল্পাঞ্চল।
প্রসঙ্গত, গতকাল অর্জুন সিংয়ের ওপরে হামলার প্রতিবাদে আজ সোমবার ১২ ঘণ্টার বারাকপুর শিল্পাঞ্চল বনধ্ ডেকেছে বিজেপি। তারই জেরে সকাল থেকেই শুরু হয়েছে অবরোধ-বিক্ষোভ। এর প্রভাব পড়ল শিয়ালদহ উত্তর শাখার ট্রেন চলাচলেও।
এদিন কাকভোরে অর্থাৎ সকাল ৬ টা থেকেই কাঁকিনাড়ে স্টেশনে রেল অবরোধ করেন বিজেপি সমর্থকরা। যদিও ট্রেন অবরোধের কোনও কথা ছিল না তবুও দলের পতাকা হাতে বিজেপি সমর্থকরা লাইনে দাঁড়িয়ে পড়েন।
আরও পড়ুনঃ বিজেপির বনধ ঘিরে উত্তেজনা কাঁকিনাড়ায়
আটকে যায় একাধিক ট্রেন। চরম দুর্ভোগে পড়ে যান নিত্যযাত্রীরা। পরে পুলিশ এসে অবরোধকারীদে হটিয়ে দেয়। প্রায় আধঘণ্টা থমকে যায় ট্রেন চলাচল।
পাশাপাশি ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন রাস্তায় নেমে পড়েন বিজেপি সমর্থকরা। জুট মিল থেকে শুরু করে অন্যান্য কলকারখানার সামনেও বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা।
টিটাগড় থেকে বারাকপুর পর্যন্ত অধিকাংশ জুটমিলই বন্ধ। রাস্তাঘাট শুনশান। কল্যাণী এক্সপ্রেসওয়ের বার্নপুর এলাকায় অবরোধ করেন বিজেপি। তাদের সমর্থকদের দাবি, অবিলম্বে অর্জুন সিংয়ের ওপরে হামলাকারীদের শাস্তি দিতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584