পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
ফণী’র দাপটে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ,রায়গঞ্জ,হেমতাবাদ সহ বহু এলাকায় আজ সকাল থেকেই ঝড় বৃষ্টি হয়।তুমুল বৃষ্টিতে বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে পড়েছে।উল্লেখ্য শনিবার সকাল থেকেই কালিয়াগঞ্জ রায়গঞ্জ সহ বহু জায়গায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি হয়।
কালিয়াগঞ্জ এর বহু এলাকায় ভেঙেছে আডবিস্টারের ছাউনি, আবার ঝড়ের দাপটে কোথাও উড়ে গেছে টিনের চাল।কোথাও আবার ঝড়ের দাপটে ভেঙ্গেছে বহু গাছ।এই ঝড় ও বৃষ্টিতে ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষকরাও। কালিয়াগঞ্জ এর এক কৃষক জানান যদি এই ভাবেই ঝড়বৃষ্টি হতে থাকে তবে ফসল, আম ও লিচুসহ বিভিন্ন মৌসুমী ফলেরও ক্ষতির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ ভেঙে পড়েছে অস্থায়ী সেতু,চলছে ঝুঁকির পারাপার
কালিয়াগঞ্জ এর আম চাষীরা জানান গাছের আম এবং লিচু পাকতে আরও সপ্তাহ দু’য়েক সময়ে লাগবে।এ সময়ে ঝড় বৃষ্টির কারণে বহু জায়গায় আম ঝরে পড়ায় বহু লোকসানে পরতে হবে তাদের।এই ঝড়ের প্রভাবে লিচু ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে বলে মনে করছেন কৃষকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584