পিয়া গুপ্তা, উত্তর ২৪ পরগনাঃ
অবশেষে স্বপ্ন পূরন।দীর্ঘ আন্দোলন,অবরোধের পর শুরু হল রাস্তা নির্মানের কাজ।বৃহস্পতিবার রায়গঞ্জ ব্লকের দশ নম্বর মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের অধীন শ্যামপুর মোড় থেকে মহারাজা জগদীশ নাথ হাইস্কুল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু হল।
উল্লেখ্য এই রাস্তার সংস্কারের দাবি জানিয়ে ইতিপূর্বে একাধিক আন্দোলনে সামিল হন এলাকার বাসিন্দারা।এমনকি প্রায় মাস দুয়েক আগে রাস্তা কেটে অবস্থানে বসে টায়ার জ্বালিয়ে দীর্ঘ বিক্ষোভ চলে।এরপর টনক নড়ে প্রশাসনের।
সেই সময় রায়গঞ্জের ভিডিও এবং পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সহ স্থানীয় প্রশাসনের কর্তারা এবং জনপ্রতিনিধিরা এলাকাবাসীদের ক্ষোভ প্রশমিত করতে হাজির হন।অনেক প্রচেষ্টার পরেও এলাকাবাসীদের রাস্তা নির্মাণের ব্যাপারে আশ্বস্ত করা হয়।
আরও পড়ুনঃ সংস্কারের অভাবে ভেঙে পড়ল হেমতাবাদে ঐতিহাসিক ডাকবাংলো
আর বুধবার সেই প্রতিশ্রুতি অনুযায়ী এই রাস্তা নির্বাণ এর সূচনা হয় নারকেল ফাটিয়ে।এদিকে দীর্ঘ আন্দোলনের পর স্বপ্ন পূরণ হতে চলায় খুশি এলাকার বাসিন্দারা ও আর এই রাস্তা সংস্কার হলে রায়গঞ্জ শহরের সঙ্গে শ্যামপুর ইতাল হাতিয়া এমনকি মারাইকুরা ও গৌরী পঞ্চায়েত এলাকার একাধিক গ্রামের মানুষের রায়গঞ্জ শহরের সঙ্গে যোগাযোগের সুব্যবস্থা হবে বলে এদিন উপস্থিত নেতৃত্ব এবং স্থানীয় বাসিন্দারা জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584