বিশ্ব নৃত্য দিবস উপলক্ষ্যে নৃত্য কর্মশালার আয়োজন

0
66

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

the dancing workshop arrange
নিজস্ব চিত্র

সবুজ গাছ গাছালি ঘেরা আশ্রমিক পরিবেশে কচি কাঁচাদের কলকাকলিতে আর নূপুরের নিক্কণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো নৃত্য কর্মশালা।মেদিনীপুর শহরের অগ্রণী নৃত্য প্রশিক্ষণ সংস্থা লাস‍্য ডান্স অ্যাকাডেমীর উদ্যোগে সাড়ম্বরে পালিত হলো বিশ্ব নৃত্য দিবস।

the dancing workshop arrange
কর্মশালায় নৃত্য প্রশিক্ষণ চলছে । নিজস্ব চিত্র
the dancing workshop arrange
নৃত্য পরিবেশন করছেন বিশিষ্ট নৃত্যশিল্পী তথা শিক্ষয়িত্রী তপস্বিনী ভট্টাচার্য। নিজস্ব চিত্র

এদিন বিশ্ব নৃত্য দিবস উপলক্ষ্যে সোমবার সকালে মেদিনীপুর সদর ব্লকের গোপীনাথপুরের সারদা আশ্রমে অনুষ্ঠিত হলো একটি নৃত্য কর্মশালা।এই কর্মশালায় শুরুতে নটরাজ মুর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

আরও পড়ুনঃ মুণ্ডা সমাজের উদ্যোগে মুণ্ডারী নৃত্যানুষ্ঠান প্রতিযোগিতার আয়োজন

the dancing workshop arrange
নৃত্য পরিবেশন করছে একাডেমী ছাত্রীরা। নিজস্ব চিত্র

অনুষ্ঠানে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন শিক্ষয়িত্রী তপস্বিনী ভট্টাচার্য সহ একাডেমীর শিক্ষার্থীরা।পাশাপাশি এদিন আশ্রমের আবাসিক ছাত্রীদের নৃত‍্যের কিছু প্রাথমিক পাঠ শিখিয়ে দেওয়া হয় লাস‍্য ডান্স একাডেমীর পক্ষ থেকে। আশ্রমিক ছাত্রীরাও দুটি নৃত্য পরিবেশন করে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী, চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, প্রবাজিকা বেদবতী,প্রবাজিকা সুলভা,কৃষ্ণকান্ত বাগ, অজিত দন্ডপাট, ইন্দ্রনীল মাইতি,তরুণ ভট্টাচার্য প্রমুখ।

the dancing workshop arrange
উপস্থিত অতিথিবৃন্দ। নিজস্ব চিত্র
the dancing workshop arrange
নৃত্য প্রশিক্ষণ পর্ব। নিজস্ব চিত্র

বিবেকানন্দ চক্রবর্তী তাঁর বক্তব্যে প্রাচীন ভারত থেকে শুরু করে বর্তমান দিন পর্যন্ত ভারতীয় নৃত্যশৈলীর বিবর্তন নিয়ে বিশদে আলোচনা করেন।শিক্ষক সুদীপ কুমার খাঁড়া তাঁর বক্তব্যে বিশ্ব নৃত্য দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন।সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত ভাবে সঞ্চালনা করেন সঞ্চালক অর্ণব বেরা। অনুষ্ঠানটি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান একাডেমীর পক্ষে তপস্বিনী ভট্টাচার্য ও ইন্দ্রনীল মাইতি। তাঁদের আশ্রমকে এমন একটি কর্মশালার জন্য বেছে নেওয়ায় একাডেমীকে আশ্রমের পক্ষ থেকে ধন্যবাদ জানান প্রবাজিকা সুলভা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here